প্রকাশ: শুক্রবার, ১৫ মার্চ, ২০২৪, ৯:০৬ অপরাহ্ন
বিতর্কিত নতুন নাগরিকত্ব আইন নিয়ে মার্কিন পররাষ্ট্র দপ্তরের 'উদ্বেগ' প্রত্যাখ্যান করেছে ভারত। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় মার্কিন উদ্বেগকে 'ভুল স্থানে, ভুল তথ্য দেওয়া এবং অযৌক্তিক' বলে অভিহিত করেছে।
গত ১১ মার্চ নাগরিকত্ব সংশোধনী আইন কার্যকর করে বিজ্ঞপ্তি দিয়েছে ভারত সরকার। নয়াদিল্লির ভাষ্য, 'ভারতের বহুত্ববাদী ঐতিহ্য এবং দেশভাগ পরবর্তী ইতিহাস সম্পর্কে যাদের সীমিত ধারণা রয়েছে, তাদের লেকচার দেওয়ার চেষ্টা না করাই ভালো।'
মার্কিন পররাষ্ট্র দিপ্তরের মুখপাত্র ম্যাথিউ মিলার 'নতুন আইনটি কীভাবে বাস্তবায়িত হবে' তা নিয়ে উদ্বেগ প্রকাশ করে ওয়াশিংটন 'নিবিড়ভাবে পর্যবেক্ষণ' করছে বলে মন্তব্য করার কয়েক ঘণ্টা পর ভারত থেকে এই বিবৃতি এলো।
নয়াদিল্লির মুখপাত্র জানিয়েছেন, সংখ্যালঘুদের সঙ্গে আচরণ নিয়ে উদ্বেগের কোনো ভিত্তি নেই।