প্রকাশ: বুধবার, ১৩ মার্চ, ২০২৪, ৬:৪০ অপরাহ্ন
রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বুধবার পশ্চিমাদের সতর্ক করে বলেছেন, রাশিয়া পরমাণু যুদ্ধের জন্য প্রযুক্তিগতভাবে প্রস্তুত। যুক্তরাষ্ট্র যদি ইউক্রেনে সৈন্য পাঠায় তবে একে সংঘাতের উল্লেখযোগ্য বৃদ্ধি হিসেবে বিবেচনা করা হবে। খবর রয়টার্সের।
১৫ থেকে ১৭ মার্চ রাশিয়ায় অনুষ্ঠিত হবে প্রেসিডেন্ট নির্বাচন। তার কয়েকদিন আগেই এ ধরনের হুঁশিয়ারি দিয়েছেন পুতিন। ধারণা করা হচ্ছে এবারও নির্বাচনে জিতবেন পুতিন। তিনি আগামী ছয় বছরের জন্য ফের নির্বাচিত হবেন।
পুতিন বলেছেন, পরমাণু যুদ্ধ নিয়ে কোনো ‘তাড়াহুড়ো’ নেই। তিনি ইউক্রেনে পারমাণবিক অস্ত্র ব্যবহারের কোনো প্রয়োজনীয়তও দেখেননি বলে মন্তব্য করেছেন।
রাশিয়া প্রকৃত অর্থে পরমাণু যুদ্ধের জন্য প্রস্তুত কিনা এমন প্রশ্নের জবাবে রাশিয়া-১ টিভি ও সংবাদ সংস্থা আরআইএকে পুতিন বলেন, ‘সামরিক-প্রযুক্তিগত দৃষ্টিকোণ থেকে আমরা অবশ্যই প্রস্তুত।’
তিনি আরও বলেছেন, যুক্তরাষ্ট্র বুঝতে পেরেছে যে যদি তারা রাশিয়ার ভূখণ্ডে বা ইউক্রেনে মার্কিন সেনা মোতায়েন করে তবে রাশিয়া এই পদক্ষেপকে যুদ্ধে হস্তক্ষেপ হিসেবে বিবেচনা করবে। (যুক্তরাষ্ট্রে) রাশিয়া-আমেরিকা সম্পর্কের ক্ষেত্রে ও কৌশলগত সংযমের ক্ষেত্রে যথেষ্ট বিশেষজ্ঞ রয়েছে। সুতরাং আমি মনে করি না এখানে পরমাণু সংঘাত নিয়ে কোনো তাড়া আছে, তবে আমরা এর জন্য প্রস্তুত।’