প্রকাশ: রোববার, ১০ মার্চ, ২০২৪, ৬:১১ অপরাহ্ন
বাংলাদেশ আবৃত্তি সমন্বয় পরিষদের ‘গোলাম মুস্তাফা আবৃত্তি পদক’ পাওয়ায় ব্রাহ্মণবাড়িয়ার মুক্তিযুদ্ধের গবেষক ও কবি জয়দুল হোসেনকে সংবর্ধনা দেওয়া হয়েছে। গতকাল শনিবার রাতে ব্রাহ্মণবাড়িয়া জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে সংবর্ধনা পরিষদ এ অনুষ্ঠানের আয়োজন করে।
বাংলাদেশ আবৃত্তি সমন্বয় পরিষদের সাংগঠনিক সম্পাদক মো. মনির হোসেন এর সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ আবৃত্তি সমন্বয় পরিষদের সভাপতিমন্ডলীর সদস্য বরেণ্য আবৃত্তিশিল্পী গোলাম সারোয়ার।
সভায় বক্তব্য রাখেন প্রবীণ সাংস্কৃতিক ব্যক্তিত্ব কবি আবদুল মান্নান সরকার, ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাব সাধারণ সম্পাদক মো. বাহারুল ইসলাম মোল্লা, বঙ্গবন্ধু পরিষদ সদস্য সচিব এটিএম ফয়েজুল কবীর, নারী মুক্তি সংসদ সভাপতি ফজিলাতুন্নাহার, গুণীজন সংবর্ধনা পরিষদ সভাপতি আবদুল বাসেত, সাহিত্য একাডেমির সহ-সভাপতি মানিক রতন শর্মা, তিতাস সাহিত্য-সংস্কৃতি পরিষদ উপদেষ্টা কবি আবদুর রহিম, বেসরকারি গণগ্রন্থাগার সভাপতি কবি আমির হোসেন, খেলাঘর সাধারণ সম্পাদক নীহার রঞ্জন সরকার, কমরেড নজরুল ইসলাম, শামীম আহমেদ, কমরেড নজরুল ইসলাম, মো. হাবিবুর রহমান পারভেজ, মোমিনুল আলম বাবু, সুজন সরকার, ফাহিম মুনতাসির, মো. হুমায়ুন কবীর।
সংবর্ধনা অনুষ্ঠানে কবির কবিতা থেকে দলগত আবৃত্তি করেন তিতাস আবৃত্তি সংগঠন, সাহিত্য একাডেমি, ভাষা ও সাহিত্য অনুশীলন কেন্দ্র, আবরনি আবৃত্তি চর্চা কেন্দ্র ও সোনালী সকাল। নৃত্য পরিবেশন করেন সুর সম্রাট দি আলাউদ্দিন সঙ্গীতাঙ্গন। সঞ্চালনায় ছিলেন মনিরুল ইসলাম শ্রাবণ ও ফারদিয়া আশরাফি নাওমী।