বুধবার ২৭ নভেম্বর ২০২৪ ১১ অগ্রহায়ণ ১৪৩১
 

ভারতের ভিত্তিহীন বিবৃতিতে ঘটনার ভুল উপস্থাপন হয়েছে: পররাষ্ট্র মন্ত্রণালয়    চিন্ময় দাসের গ্রেপ্তার নিয়ে বিকৃত তথ্য ছড়াচ্ছে ভারত: পররাষ্ট্র মন্ত্রণালয়    অভিযুক্তদের দ্রুত গ্রেপ্তার, বিচার নিশ্চিতের দাবি হাসনাত ও সারজিসের    চট্টগ্রামে আইনজীবী হত্যা প্রধান উপদেষ্টার নিন্দা, আইনি ব্যবস্থা নেওয়ার নির্দেশ    একদিনের ব্যবধানে সোনার দাম আরও কমলো    ২০১ রানের বড় হার বাংলাদেশের    চলতি মাসেই ডেঙ্গুতে মৃত্যু দেড়শ ছাড়িয়েছে   
পঞ্চগড়ে ৭ কোটি টাকা মূল্যের কষ্টি পাথরের মুর্তিসহ আটক ৩ কারবারি
পঞ্চগড় প্রতিনিধি:
প্রকাশ: শুক্রবার, ৮ মার্চ, ২০২৪, ৪:১৫ অপরাহ্ন

পঞ্চগড়ের দেবীগঞ্জে কষ্টি পাথরের মুর্তি সহ ৩ জনকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ। গতকাল বৃহস্পতিবার বিকাল আনুমানিক সাড়ে পাঁচটা'র দিকে উপজেলার বানুরহাট এলাকা থেকে মুর্তিটি উদ্ধার করা হয়। 

পুলিশ জানিয়েছে, মুর্তিটির ওজন ১৭ কেজি এবং মূল্য প্রায় ৭ কোটি টাকা।

আটক ব্যাক্তিরা হলেন, পামুলী ইউনিয়নের বন্দিরাম এলাকার মোশাররফ হোসেনের ছেলে শাহীন (৪০), জেলার তেতুলিয়া উপজেলার কৃষ্ণকান্ত জোত এলাকার আমানত আলীর ছেলে হাবিবুর রহমান (৪৮) এবং একই উপজেলার একরামুল হকের ছেলে শহীদুল ইসলাম(৫৫)।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে জেলা গোয়েন্দা পুলিশ জানতে পারে দেবীগঞ্জ উপজেলার বানুরহাট এলাকায় একটি কষ্টি পাথরের মুর্তি বিক্রি করা হবে এবং তা কিনে বিদেশে পাচারের জন্য ৩ জন ব্যাক্তি অবস্থান করছে। 

এমন সংবাদের ভিত্তিতে ডিবি'র এসআই আবু হোসেনের নেতৃত্বে আরো কয়েকজন ডিবি সদস্য বানুরহাট বাজারে বিভিন্ন দোকানের আশেপাশে গোপনে অবস্থান নেয়। এমতাবস্থায় সন্ধা সাড়ে ছয়'টার  দিকে হাবিবুর ও শহীদুল নামক ব্যাক্তিদ্বয় একটি ব্যাগসহ শাহীনের ওষুধের দোকানে প্রবেশ করে। সে সময় পুলিশ সদস্যরা দোকানের চারিদিকে ঘিরে ফেলে এবং কষ্টি পাথরের মুর্তিসহ দোকানের মালিক ও ঐ দুই ব্যাক্তিকে আটক করে।বিষয়টি নিশ্চিত করে দেবীগঞ্জ থানার  ইন্সপেক্টর তদন্ত নজরুল ইসলাম বলেন, এ ঘটনায় জেলা গোয়েন্দা পুলিশ বাদী হয়ে দেবীগঞ্জ থানায় একটি মামলা দায়ের করেছে।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো. আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172. বাণিজ্যিক বিভাগ : +8801868-173008, E-mail: dailyjobabdihi@gmail.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft