বুধবার ২৭ নভেম্বর ২০২৪ ১২ অগ্রহায়ণ ১৪৩১
 

সন্ধ্যায় প্রধান উপদেষ্টার সঙ্গে দেখা করবেন মির্জা ফখরুল    অবশেষে ইসরায়েল-হিজবুল্লাহর যুদ্ধবিরতি কার্যকর : বিভিন্ন দেশ স্বাগত জানিয়েছে     আমু-আনিসুল-কামরুল ফের রিমান্ডে    জিয়া চ্যারিটেবল ট্রাস্ট মামলার দণ্ড থেকে খালেদা জিয়াকে খালাস    ভারতের ভিত্তিহীন বিবৃতিতে ঘটনার ভুল উপস্থাপন হয়েছে: পররাষ্ট্র মন্ত্রণালয়    চিন্ময় দাসের গ্রেপ্তার নিয়ে বিকৃত তথ্য ছড়াচ্ছে ভারত: পররাষ্ট্র মন্ত্রণালয়    অভিযুক্তদের দ্রুত গ্রেপ্তার, বিচার নিশ্চিতের দাবি হাসনাত ও সারজিসের   
মনপুরায় চেয়ারম্যান-মেম্বার সমর্থকদের মাঝে সংঘর্ষ, পুলিশ সহ আহত-১০
ভোলা প্রতিনিধি:
প্রকাশ: বুধবার, ৬ মার্চ, ২০২৪, ৭:২২ অপরাহ্ন

ভোলার মনপুরায় ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনকে কেন্দ্র করে চেয়ারম্যান ও মেম্বার প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষ হয়েছে। গতকাল মঙ্গলবার দিনগত রাত সোয়া ১২টার দিকে উপজেলার মনপুরা ইউনিয়নের চৌধুরী বাজার নামক স্থানে এ ঘটনা ঘটে। 

এ ঘটনায় পুলিশসহ অন্তত ১০জন আহত হয়েছে। 

আহতদের উদ্ধার করে মনপুরা হাসপাতালে ভর্তি করা হয়েছে। মনপুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জহিরুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। 

পুলিশ জানায়, চেয়ারম্যান প্রার্থী লোকমান হাওলাদার (আনারস মার্কা) ও মেম্বার প্রার্থী খোরশেদ মেম্বারের (তালা মার্কা) সমর্থকরা তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে লাঠিসোটা নিয়ে সংঘর্ষে জড়ায়। এ সময় একে অপরের ওপর ইটপাটকেল নিক্ষেপ করে। খবর পেয়ে মনপুরা থানার পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে।

সংঘর্ষে আহতদের উদ্ধার করে মনপুরা হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে। বর্তমানে ঘটনাস্থলে থমথমে অবস্থা বিরাজ করছে। যে কোনো মুহূর্তে বড় ধরনের ঘটনা ঘটার আশঙ্কা করছেন স্থানীয়রা। 

এ প্রসঙ্গে ওসি জহিরুল ইসলাম বলেন, ‘খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করেছি। আমার পুলিশ সদস্যও আহত হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো. আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172. বাণিজ্যিক বিভাগ : +8801868-173008, E-mail: dailyjobabdihi@gmail.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft