প্রকাশ: বুধবার, ৬ মার্চ, ২০২৪, ৭:০৬ অপরাহ্ন
পটুয়াখালীতে ভূয়া ডিজিএফআই পরিচয়ে ইমাম হাসান (৩৫) নামে এক যুববকে আটক করেছে পটুয়াখালী র্যাব-৮। তিনি রাাঙ্গাবালীর উপজেলায়। বড় বাইশদিয়া থানার ক্বারী মোঃ আবুল হোসেনের ছেলে। তিনি বর্তমানে পটুয়াখালী পৌর শহরের সবুজবাগ ৭নং লেনের বাসিন্দা ছিলেন।
জানা যায়, আটককৃত ইমাম হাসান বিমান বাহিনীর বহিষ্কৃত একজন সদস্য। গতকাল মঙ্গলবার র্যাব-৮ সিপিপি-১ এর বিশেষ অভিযানে আটক করা হয় ইমামকে।
গত (২৮ ফেব্রুয়ারি) সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ভাইরাল হওয়া একটি ভিডিওতে দেখা যায় ইমাম হাসান ডিজিএফআই কর্মকর্তা পরিচয়ে একজনকে প্রাননাশের হুমকি দেয়। এ ভিডিও প্রচার হওয়ার পরে নজরে আসে র্যাবের।
র্যাব-৮ জানায়, আটককৃত ইমাম এর আগে ২০২১ সালের নভেম্বর মাসে ৩০ জন যুবককে চাকরী দেওয়ার নামে আটকে রেখে টাকা দাবি করেন। পরে তিনি রাজধানীর পল্লবী থানায় আটক হয়।
র্যাব আরও জানায়, ভিডিও ভাইরাল হওয়ার পরে র্যাব গোয়েন্দা তৎপরতা চালালে সুনির্দিষ্ট সত্যতার ভিওিতে তাকে আটক করা হয়।
এসময় তার কাছ থেকে ভুয়া ডিজিএফআই পরিচয়ে আইডি কার্ড, লক্ষাধিক টাকার মোবাইল ও নগদ সাত হাজার একশত আশি টাকা জব্দ করা হয়।