প্রকাশ: বুধবার, ৬ মার্চ, ২০২৪, ৬:৩৩ অপরাহ্ন
পাকিস্তানের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণ করায় শাহবাজ শরিফকে অভিনন্দন জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। পরমাণু শক্তিধর এই দুই চির প্রতিদ্বন্দ্বী দেশের দুই নেতার মধ্যে শুভেচ্ছার এটি একটি বিরল দৃষ্টান্ত।
মঙ্গলবার সামাজিক মাধ্যম এক্সে এক পোস্টে মোদি বলেন, ‘পাকিস্তানের প্রধানমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করায় শাহবাজকে অভিনন্দন।’
ভারত ও পাকিস্তান চির প্রতিদ্বন্দ্বী দুই দেশ। এই দুই দেশের মধ্যে দীর্ঘ দিনের রাজনৈতিক উত্তেজনা রয়েছে। ১৯৪৭ সালে এই উপমহাদেশে ব্রিটিশ শাসনের অবসানের পর ভারত ও পাকিস্তান তিনটি যুদ্ধ এবং বহুবার ছোট ছোট সংঘর্ষে জড়িয়েছে। এখনও স্বাভাবিক হয়নি দুই দেশের কূটনৈতিক সম্পর্ক।
এমন পরিস্থিতিতে মোদির অভিনন্দন বার্তাকে ইতিবাচক হিসেবে দেখছেন বিশ্লেষকরা। এছাড়া তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোয়ান, সৌদি আরবের যুবরাজ ও প্রধানমন্ত্রী মোহাম্মদ বিন সালমান, জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস-সহ অন্য অনেক বিশ্বনেতাও পাকিস্তানের নতুন প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানিয়েছেন।
সোমবার দ্বিতীয়বারের মতো পাকিস্তানের প্রধানমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করেন শাহবাজ শরিফ। ইসলামাবাদের প্রেসিডেন্ট হাউজে দেশটির ২৪তম প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেন তিনি।