প্রকাশ: বুধবার, ৬ মার্চ, ২০২৪, ৬:২৯ অপরাহ্ন
২০১৪-২০১৫ মৌসুমে রিয়ালে যোগ দেওয়ার প্রথম মেয়াদে ১ মিলিয়ন ইউরো (বাংলাদেশি মুদ্রায় প্রায় ১২ কোটি টাকা) কর ফাঁকির অভিযোগে ৫ বছরের কারাদণ্ড হতে পারে রিয়াল মাদ্রিদের কোচ কার্লো আনচেলত্তির।
এই অভিযোগে আনচেলত্তিকে ৪ বছর ৯ মাসের কারাদণ্ড দেওয়ার আবেদন জানানো হয়েছে প্রসিকিউটরের দপ্তর থেকে।
বলা হয়েছে, ২০১৪ সালে ৩ লাখ ৮৬ হাজার ৩৬১ ইউরো কর ফাঁকি দিয়েছেন আনচেলত্তি। পরের বছর এই ইতালিয়ান কোচ ফাঁকি দিয়েছেন ৬ লাখ ৭৫ হাজার ৭১৮ ইউরো।
খেলার মাঠে তার দল রিয়াল দারুণ খেলছে। যে কারণে ফুটবল পাড়ায় দিনে দিনে সুনাম বাড়ছে আনচেলত্তির। তার মধ্যে এমন ঘটনা আনচেলত্তির জন্য নিঃসন্দেহে বড় হোঁচট। যদিও এখনো চূড়ান্ত রায় আসেনি।