প্রকাশ: মঙ্গলবার, ৫ মার্চ, ২০২৪, ৮:১৩ অপরাহ্ন
গাজীপুরের কাপাসিয়ায় শীতলক্ষ্যা নদীর পাড়ের মাটি বিক্রি করার অপরাধে আরিফ খাঁন (৪৫) নামে এক মাটি ব্যবসায়ীকে ১ লাখ ৫০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
আজ মঙ্গলবার দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তা নির্বাহী ম্যাজিস্ট্রেট একেএম লুৎফর রহমান এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।
অভিযানে থানা পুলিশ ও আনসার সদস্যরা সহযোগিতা করেন।
এ বিষয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট এ কে এম লুৎফর রহমান জানান, উপজেলার সিংহশ্রী ইউনিয়নের নয়ানগর গ্রামে শীতলক্ষ্যা নদীর পাড়ের সরকারি খাস জায়গা থেকে মাটি উত্তোলন ও বিপননের দায়ে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০ এর ১৫(১) ধারায় একই গ্রামের আরিফ খান (৪৫), পিতা: শামসুদ্দিন কে এক লক্ষ পঞ্চাশ হাজার টাকা জরিমানা করা হয়।