প্রকাশ: মঙ্গলবার, ৫ মার্চ, ২০২৪, ১০:০০ পূর্বাহ্ন
ফিলিস্তিনের অবরুদ্ধ ভূখণ্ড গাজায় পাঁচ মাস ধরে চলা ইসরায়েলের অবিরাম হামলায় আরও ১২৪ জন নিহত হয়েছেন। এ নিয়ে গত ৭ অক্টোবরের পর থেকে অঞ্চলটিতে ইসরায়েলি হামলায় নিহতের সংখ্যা ৩০ হাজার ৫০০ ছাড়িয়ে গেছে। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাত দিয়ে সোমবার এই তথ্য দিয়েছে বার্তা সংস্থা এএফপি।
গত বছরের ৭ অক্টোবর ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠন হামাস ইসরায়েলে নজিরবিহীন হামলা চালায়। হামাসের যোদ্ধাদের আক্রমণে ১২০০ জন নিহত হয় ও তারা ২৫৩ জনকে ধরে গাজায় নিয়ে জিম্মি করে বলে ভাষ্য ইসরায়েলের।
অক্টোবরের ওইদিন থেকেই গাজায় ব্যাপক ও ভয়াবহ হামলা শুরু করে ইসরায়েলি বাহিনী। তারা হামাসের বিরুদ্ধে আনুষ্ঠানিক যুদ্ধ ঘোষণা করে ফিলিস্তিনি গোষ্ঠীটিকে নির্মূল করার প্রত্যয় জানায়। সবদিক থেকে গাজা অবরোধ করে ভূখণ্ডটির বিদ্যুৎ ও পানি সরবরাহ বন্ধ করে দেয়।
তারপর থেকে গত প্রায় পাঁচ মাস ধরে ইসরায়েলির বাহিনীর স্থল, আকাশ ও নৌ হামলায় ফিলিস্তিনের অবরুদ্ধ ভূখণ্ডটিতে হামলা চালালে গাজা ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। ঘরবাড়ি হারিয়ে গাজার ২৩ লাখ বাসিন্দার প্রায় সবাই উদ্বাস্তু হয়ে গেছে।