প্রকাশ: মঙ্গলবার, ৫ মার্চ, ২০২৪, ১০:৩৯ পূর্বাহ্ন
চট্টগ্রামের কর্ণফুলীতে সুগার মিলে লাগা আগুন এখনো পুরোপুরি নেভেনি। আগুন নেভাতে এখনো কাজ করছে ফায়ার সার্ভিসের ১১টি ইউনিট।
সোমবার (৪ মার্চ) বিকেল চারটার কিছু আগে মিলটির ১ নম্বর গুদামে আগুন লাগে। খবর পাওয়ামাত্রই ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে ছুটে গিয়ে আগুন নেভানোর কাজ শুরু করেন। রাতেই আগুন নিয়ন্ত্রণে এলেও এখনো পুরোপুরি নেভেনি।
মিল কর্তৃপক্ষ জানায়, আসন্ন রমজান ঘিরে ব্রাজিল থেকে আমদানি করা এক লাখ টন অপরিশোধিত চিনি এক নম্বর গুদামে মজুত করা হয়েছিল।
মিলের কর্মকর্তারা বলছেন, সুগার মিলের ছয়টি গোডাউনের মধ্যে একটিতে আগুনের সূত্রপাত হয়। সেখানে আমদানি করা অপরিশোধিত চিনি রাখা ছিল।
কর্ণফুলী ফায়ার সার্ভিসের ইনচার্জ বরঞ্জীব বড়ুয়া বলেন, 'সুগার মিলে লাগা আগুন মুহূর্তেই ভয়াবহ রূপ ধারণ করে। এ ঘটনায় এখন পর্যন্ত হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। কীভাবে আগুনের সূত্রপাত হয়েছে, তাও জানা যায়নি।’
চট্টগ্রাম ফায়ার সার্ভিসের সার্ভিসের সহকারী পরিচালক এমডি আবদুল মালেক বলেন, রাতেই আগুন নিয়ন্ত্রণে এসেছে। এখান থেকে আগুন আর ছড়াবে না। আগুন পুরোপুরি নেভোনোর চেষ্টা করছি আমরা।