প্রকাশ: সোমবার, ৪ মার্চ, ২০২৪, ৩:১৯ অপরাহ্ন
আজ সোমবার সকাল পৌনে ১১টায় রাজধানীর অনুমোদনহীন ভবন ও স্থাপনার বিরুদ্ধে অভিযান চালিয়েছে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক)।
এসময় ধানমন্ডির গাউসিয়া টুইনপিক ভবনের ছাদে অনুমোদনহীন একটি রুফটপ রেস্তোরাঁ ভেঙে দিয়েছে রাজউক।
রাজউক বলছে, নিয়ম অনুযায়ী ভবনটির ছাদ ফাঁকা থাকার কথা ছিল। কিন্তু কোনো ধরনের অনুমতি ছাড়া সেখানে রেস্তোরাঁটি গড়ে উঠেছে। তাই এটি ভেঙে ফেলা হচ্ছে।
রাজউকের জোন-৩-এর পরিচালক ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তাজিনা সারোয়ার সাংবাদিকদের বলেন, অফিসের জন্য অনুমোদিত এই ভবনে অবৈধভাবে চালানো হচ্ছে রেস্টুরেন্ট ও ফুডকোর্ট।
তাজিনা সারোয়ার বলেন, টুইনপিক ভবনটি এফ ক্যাটাগরির। অফিসের জন্য রাজউক থেকে অনুমোদন দেওয়া হয়েছে। কিন্তু এখানে অবৈধভাবে প্রায় ৮-১০টির মতো রেস্টুরেন্ট করা হয়েছে। এসব রেস্টুরেন্টের বিরুদ্ধেও অভিযান চলবে।
এর আগে গতকাল রোববার সন্ধ্যা থেকে রাজধানীর বিভিন্ন রেস্তোরাঁয় অভিযান চালায় ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। অভিযানে বিভিন্ন রেস্টুরেন্টে অনিয়ম থাকার কারণে কয়েকজনকে আটকও করা হয়।