প্রকাশ: শুক্রবার, ১ মার্চ, ২০২৪, ৭:৩৪ অপরাহ্ন
পটুয়াখলী দশমিনা উপজেলায় পাঁচ জেলেকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দেয়া হয়েছে। আজ শুক্রবার বিকেল ৪ টায় এ সাজা প্রদান করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও এক্সিউটিভ ম্যাজিস্ট্রেট নাফিসা নাজ নীরা।
সাজা প্রাপ্তরা হলেন উপজেলার রণগোপালদী ইউনিয়নের যৌতা গ্রামের মো.জবান আলী সরদারের ছেলে মো.মাহবুব সরদার(৪২), সুন্দর আলী হাওলাদারের ছেলে মো.আলতাফ হাওলাদার(৪৪), গনি আকনের ছেলে মো. রেজাউল(৬৩), নুরুমোহাম্মাদ হাওলাদারের ছেলে নিজাম সরদার(৪৫) এবং দশমিনা ইউনিয়নের আরোজবেগী রত্তন ঘরামির ছেলে মো. সেলিম ঘরামি(৪৫)।
জানা যায়, ইলিশ অভয়াশ্রম তেতুলিয়া ও বুড়াগৌরঙ্গ নদীতে শুক্রবার অবৈধ মাছ ধরার সময় দশমিনা উপজেলা মৎস্য অধিদপ্তর ও নৌপুলিশ ফাঁড়ির যৌথ অভিযানে ৫ জন মৎস্যজীবীকে আটক ও সাড়ে ১২ হাজার মিটার অবৈধ কারেন্টজাল ও ৬টি ইঞ্জিনচালিত ট্রলার জব্দ করা হয়।
অভিযান পরিচালনা করেন উপজেলা মৎস্য মেরিন ফিশারিস কর্মকর্তা মো.নাজমুল হাসান, ক্ষেত্র সহকারি মো.মিলন বিশ্বাস, নৌপুলিশ ফাঁড়ির উপপুলিশ পরিদর্শক (এসআই) আশরাফ সহ সঙ্গীয় ফোর্স