শুক্রবার ২৫ অক্টোবর ২০২৪ ৮ কার্তিক ১৪৩১
 

জানা গেলো শেখ হাসিনার অবস্থান    এ বছর সরকারি অর্থে কেউ হজে যাবে না    ডেঙ্গুতে আরও ৪ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১০২৯    দক্ষিণ কোরিয়ায় ইসরায়েলি দূতাবাসে হামলা    ডিবি হারুন ও তার স্ত্রীসহ ১২ জনকে দুদকে তলব    সচিবালয়ে ঢুকে বিক্ষোভ, ২৬ শিক্ষার্থী গ্রেপ্তার     ঢাকা থেকে ৫ রুটের নৌযান চলাচল বন্ধ ঘোষণা   
নাটোর জেলা ছাত্রলীগের কমিটি বিলুপ্তের দাবীতে মানববন্ধন
নাটোর প্রতিনিধি:
প্রকাশ: বুধবার, ২৮ ফেব্রুয়ারি, ২০২৪, ৬:১৩ অপরাহ্ন

মেয়াদ উত্তীর্ণ অপূর্ণাঙ্গ কমিটি, অযোগ্য ও সাংগঠনিক সকল কর্মসূচী বিচ্ছিন্ন নাটোর জেলা ছাত্রলীগের কমিটি অবিলম্বে বিলুপ্তের দাবীতে মানববন্ধন ও পথ সভা করেছে একাংশের ছাত্রলীগ নেতৃবৃন্দ।

আজ বুধবার বেলা ১১টার দিকে নাটোর সদর, পৌর ও কলেজ শাখার পদ বঞ্চিত ছাত্রলীগের আয়োজনে নবাব সিরাজ উদ্ দৌলা সরকারী কলেজের গেটের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

এসময় সাবেক ছাত্রলীগ নেতা বুলবুল আহমেদের নেতৃত্বে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। এসময় কলেজ চত্ত্বর প্রদিক্ষন করে শহীদ মিনারে গিয়ে শেষ হয়। 

এসময় বক্তরা বলেন, গত দু'বছর আগে কেন্দ্রীয় ছাত্রলীগের স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে  জেলা ছাত্রলীগের কমিটি ঘোষণা করা হয়। কমিটির ৩ মাস অতিবাহিত হলেও জেলা ছাত্রলীগ সাংগঠনিক কোনো পূর্ণাঙ্গ কমিটি করেনি। কমিটি করতে বিভিন্ন নেতৃবৃন্দের কাছ থেকে টাকা দাবী করেন। তাদের মেয়াদ শেষ হলেও এখন পর্যন্ত নতুন কোনো কমিটি ঘোষণা করা হয়নি। এ অযোগ্য ও মেয়াদ উত্তীর্ণ কমিটি বিলুপ্ত করে বাংলাদেশ ছাত্রলীগের গঠনতন্ত্র হিসেবে নতুন কমিটি আহবান করছি। মডেল ও গতিশীত ছাত্রলীগ গড়ার জন্য কেন্দ্রীয় ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদকের কাছে মেয়াদ উত্তীর্ণ কমিটি বিলুপ্ত করে দ্রুত নতুন কমিটির দাবী জানানো হয়।

এসময় মানববন্ধন বক্তব্যে রাখেন- নবাব সিরাজ উদ্ দৌলা সরকারী কলেজ শাখার সাবেক সভাপতি বুলবুল আহমেদ, সদর উপজেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি সোহানুর রহমান সাকিব, সাবেক সাংস্কৃতিক সম্পাদক সজিব ইসলাম, কলেজ শাখার সাবেক বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক অনিক হোসেনসহ প্রমুখ।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো. আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172. বাণিজ্যিক বিভাগ : +8801868-173008, E-mail: dailyjobabdihi@gmail.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft