প্রকাশ: সোমবার, ২৬ ফেব্রুয়ারি, ২০২৪, ১:০৬ অপরাহ্ন
সর্বশেষ আপডেট: সোমবার, ২৬ ফেব্রুয়ারি, ২০২৪, ২:২১ অপরাহ্ন
মানিকগঞ্জের শিবালয়ে ফসলি জমিতে নিষিদ্ধ আফিম গাছের আবাদ করায় নূরুল ইসলাম নামের এক কৃষককে আটক করেছে পুলিশের গোয়েন্দা বিভাগ (ডিবি)। ভুট্টাখেতের মাঝে লুকিয়ে আফিমের চাষ করছিলেন তিনি।
গতকাল রোববার দুপুরে শিবালয় উপজেলার তেওতা ইউনিয়নের পুরান পয়লা এলাকা থেকে তাকে আটক করা হয়।
৪৫ বছর বয়সী নূরুল ইসলাম উপজেলার তেওতার পুরান পয়লা এলাকার জাবেদ খানের ছেলে।
ডিবি পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার রাতে ওই ফসলের মাঠে অভিযান পরিচালনা করে আফিম চাষের সত্যতা পাওয়া যায়। পরে রোববার সকালে কৃষক নূরুল ইসলামকে আটক করা হয়। এরপর খেত থেকে আফিম গাছগুলো নষ্ট করা হয়েছে।
জেলা ডিবি পুলিশের এসআই রিপন নাগ বলেন, ‘অভিযানে কৃষক নূরুল ইসলামের ফসলের খেত থেকে প্রায় ৩০ হাজার আফিমের গাছ কেটে ফেলা হয়েছে। এর মধ্যে অনেক গাছে ফুল ও ফলও ধরেছিল। নূরুল ইসলামের বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে দুটি মামলার প্রস্তুতি চলছে।’