বুধবার ২৭ নভেম্বর ২০২৪ ১২ অগ্রহায়ণ ১৪৩১
 

ভারতের ভিত্তিহীন বিবৃতিতে ঘটনার ভুল উপস্থাপন হয়েছে: পররাষ্ট্র মন্ত্রণালয়    চিন্ময় দাসের গ্রেপ্তার নিয়ে বিকৃত তথ্য ছড়াচ্ছে ভারত: পররাষ্ট্র মন্ত্রণালয়    অভিযুক্তদের দ্রুত গ্রেপ্তার, বিচার নিশ্চিতের দাবি হাসনাত ও সারজিসের    চট্টগ্রামে আইনজীবী হত্যা প্রধান উপদেষ্টার নিন্দা, আইনি ব্যবস্থা নেওয়ার নির্দেশ    একদিনের ব্যবধানে সোনার দাম আরও কমলো    ২০১ রানের বড় হার বাংলাদেশের    চলতি মাসেই ডেঙ্গুতে মৃত্যু দেড়শ ছাড়িয়েছে   
চাঁপাইনবাবগঞ্জে পৃথক সড়ক দূর্ঘটনায় নিহত ২, আটক ১
চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:
প্রকাশ: শুক্রবার, ২৩ ফেব্রুয়ারি, ২০২৪, ৪:২৮ অপরাহ্ন

চাঁপাইনবাবগঞ্জে পৃথক দুটি সড়ক দূর্ঘটনায় এক শিশু ও এক নারী নিহত হয়েছেন। এঘটনায় একজনকে গ্রেফতার করেছে পুলিশ।

জানা গেছে, আজ শুক্রবার সকাল বেলা ১১টার দিকে চাঁপাইনবাবগঞ্জ শহরের শিবতলা মোড় নামক একটি দ্রæতগামী মোটরসাইকেল
যাত্রীবাহী একটি অটো রিক্সাকে ধাক্কা দিলে অটো রিক্সায় থাকা শিশু মোঃ রাফি (৮) গুরুতর আহত হয়।

এসময় স্থানীয়রা তাকে উদ্ধার করে চাঁপাইনবাবগঞ্জ জেলা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসা দিয়ে তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের রেফার্ড করেন। পরে পথেই শিশু রাফির মৃত্যু হয়। 

নিহত রাফি হচ্ছে চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার কালিনগর গ্রামের মোৎ কাওয়ারর ছেলে।

অন্যদিকে বেলা সাড়ে ১১টার দিকে চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকার বটতলাহাট মালোপাড়া উপশহর এলাকায় রাস্তা পারাপারের সময় একটি বালুভর্তি ট্রাকের নিচে চাপা পড়ে খায়রুন নেসা (৪৫) নামে এক নারী দ্বি-খন্ডিত হয়ে ঘটনাস্থলেই মারা যান। নিহত খায়রুন নেসা হচ্ছেন চাঁইপাড়া নিমগাছী এলাকার রুহুল আমিনের স্ত্রী। 

এঘটনায় রজব আলী (২৪) নামে একজনকে আটক করেছে পুলিশ। 

আটককৃত রজব আলী হচ্ছে গোহালবাড়ি গ্রামের জালাল উদ্দিনের ছেলে।

সদর মডেল থানার ওসি মিন্টু রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, বালুভর্তি ট্রাকের নিচে চাপা পড়ে এক নারী নিহতের ঘটনায় একজনকে আটক করা হয়েছে এবং আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো. আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172. বাণিজ্যিক বিভাগ : +8801868-173008, E-mail: dailyjobabdihi@gmail.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft