মঙ্গলবার ২৬ নভেম্বর ২০২৪ ১১ অগ্রহায়ণ ১৪৩১
 

চিন্ময় দাসের গ্রেপ্তার নিয়ে বিকৃত তথ্য ছড়াচ্ছে ভারত: পররাষ্ট্র মন্ত্রণালয়    অভিযুক্তদের দ্রুত গ্রেপ্তার, বিচার নিশ্চিতের দাবি হাসনাত ও সারজিসের    চট্টগ্রামে আইনজীবী হত্যা প্রধান উপদেষ্টার নিন্দা, আইনি ব্যবস্থা নেওয়ার নির্দেশ    একদিনের ব্যবধানে সোনার দাম আরও কমলো    ২০১ রানের বড় হার বাংলাদেশের    চলতি মাসেই ডেঙ্গুতে মৃত্যু দেড়শ ছাড়িয়েছে    অন্তর্বর্তী সরকার ব্যর্থ হলে আবারও অন্ধকারে নিমজ্জিত হবে দেশ: ফখরুল   
কালীগঞ্জে উপজেলা স্বাস্থ্য ব্যবস্থাপনা কমিটির মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত
কালীগঞ্জ (গাজীপুর) প্রতিনিধি:
প্রকাশ: বৃহস্পতিবার, ২২ ফেব্রুয়ারি, ২০২৪, ৭:৫৬ অপরাহ্ন

গাজীপুরের কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য ব্যবস্থাপনা কমিটির মাসিক সমন্বয় সভা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্র সভা কক্ষে অনুষ্ঠিত হয়েছে।

গাজীপুর-৫ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আখতারউজ্জামান সভাপতির বক্তব্যে বলেন, কালীগঞ্জের মেহনতি মানুষের দুইটি প্রতিষ্ঠান। একটি হলো শ্রমিকদের টাকায় কালীগঞ্জ সরকারী শ্রমিক কলেজ। যার জমি কিনা থেকে শুরু করে সবই শ্রমিকদের টাকায় হয়েছে। অন্যটি খ্রীষ্টান সম্প্রদায়ের কেডিট ইউনিয়নের অর্থায়নে নাগরী ইউনিয়নে ৩শ শয্যা বিশিষ্ট আধুনিক হাসপাতাল। আমি কালীগঞ্জ ৫০ শয্যা বিশিষ্ট সরকারী হাসপাতালকে ৩শ শয্যা বিশিষ্ট হাসপাতালে উন্নিত করার জন্য সংসদে বলেছি। তা কর্যকরী করতে হলে আমাদের কিছু পদক্ষেপ নিতে হবে। এ জন্য উপজেলা নির্বাহী কর্মকর্তা, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ও তুমলিয়া ইউপি চেয়ারম্যানসহ যাদের প্রয়োজন মনে হয় তাদের সমন্বয়ে একটি সাব-কমিটি গঠণ করে হাসপাতালের সার্বক্ষণিক বিষয় তদারকি করার জন্য পরামর্শ দেন। 

এছাড়াও থানার অফিসার ইনচার্জকে উদ্দেশ্য করে বলেন, আপনি একটি তারিখ করে আপনার সকল অফিসারদের নিয়ে বসেন। সেখানে তাদের কি সমস্যা আছে তা শুনে প্রয়োজণীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। থানার গাড়ীর বিষয়ে মাননীয় স্বরাষ্ট্র মন্ত্রীর সাথে আলোচনা হয়েছে। তিনি বলেছেন আপনি আসেন দেখি আপনার জন্য একটি গাড়ীর ব্যবস্থা করব। আমি আশ্রায়ন প্রকল্প ভিজিট করেছি। কালীগঞ্জের সার্বিক উন্নয়নে আপনাদের সাথে নিয়ে আমি কাজ করতে চাই।

আজ বৃহস্পতিবার সকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্রের আয়োজনে মেডিক্যাল অফিসার ডা. শাফিয়ে আলম তুলতুল এর সঞ্চালনায় সমন্বয় সভায় অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার মো. আজিজুর রহমান, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. মুনজুর এ ইলাহী, কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ মাহাতাব উদ্দিন, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্রের আবাসিক মেডিক্যাল অফিসার ডা. মো. শহিদুল ইসলাম, উপজেলা পরিবার ও পরিকল্পনা কর্মকর্তা সানজিদা ইসলাম, তুমলিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আবু বকর মিয়া, বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক এবং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্রের অন্যান্য কর্মচারীবৃন্দ।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো. আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172. বাণিজ্যিক বিভাগ : +8801868-173008, E-mail: dailyjobabdihi@gmail.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft