বৃহস্পতিবার ২৪ অক্টোবর ২০২৪ ৮ কার্তিক ১৪৩১
 

ডিবি হারুন ও তার স্ত্রীসহ ১২ জনকে দুদকে তলব    সচিবালয়ে ঢুকে বিক্ষোভ, ২৬ শিক্ষার্থী গ্রেপ্তার     ঢাকা থেকে ৫ রুটের নৌযান চলাচল বন্ধ ঘোষণা    বিসিএসে সর্বোচ্চ ৩ বার অংশ নেয়া যাবে     ঘূর্ণিঝড় দানার প্রভাবে ১৪ জেলায় জলোচ্ছ্বাসের শঙ্কা    ব্যাংকগুলোর সম্পদ মূল্যায়নের কাজ শুরু হবে নভেম্বরে: গভর্নর    গ্যাটকো দুর্নীতি মামলায় খালেদা জিয়াসহ তিনজনকে অব্যাহতি   
দেড় মাসে ৭ ভারতীয় শিক্ষার্থীর মৃত্যু, ব্যবস্থা নিচ্ছে যুক্তরাষ্ট্র
প্রকাশ: শনিবার, ১৭ ফেব্রুয়ারি, ২০২৪, ৫:১৭ অপরাহ্ন


মার্কিন যুক্তরাষ্ট্রে গত দেড় মাসে ৭ ভারতীয় শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। এই ঘটনায় নড়েচড়ে বসেছে বাইডেন প্রশাসন। এই ঘটনা রুখতে ‘কড়া ব্যবস্থা’ নেয়ার প্রতিশ্রুতিও দিয়েছে মার্কিন সরকার।

হোয়াইট হাউজের জাতীয় নিরাপত্তা ও যোগাযোগ উপদেষ্টা জন কিরবি বলেন, ‘হিংসা মানা যায় না। সেটা জাতি, লিঙ্গ, ধর্ম বা অন্য কোনও কারণেই হোক না কেন। মার্কিন সরকার এর বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেবে।’ খবর নিউজ এইট্টিনের

তিনি বলেন, ‘এই ধরনের হামলা রুখতে রাজ্য এবং স্থানীয় কর্তৃপক্ষের সঙ্গে একযোগে রাষ্ট্রপতি এবং প্রশাসন সক্রিয়ভাবে কাজ করছে। এমন আক্রমণ প্রতিহত করতে আমরা যথাসাধ্য চেষ্টা করছি। স্পষ্ট করে দিতে চাই, যারা এই ধরনের কাজ করছে, তারা জবাবদিহি দেওয়ার জন্য প্রস্তুত থাকুন।’

খবরে বলা হয়েছে, যুক্তরাষ্ট্রের বিভিন্ন কলেজে একের পর এক ভারতীয় ছাত্রের মৃত্যুতে উদ্বিগ্ন প্রবাসী ভারতীয়রা। পাশাপাশি অন্যান্য দেশ থেকে পড়তে যাওয়া শিক্ষার্থীরাও শঙ্কিত। যেকোনো সময় এমন হামলা হতে পারে বলে আশঙ্কা করছেন তারা।

২০২৪ সালের প্রথম দেড় মাসে ভারতীয় এবং ভারতীয়-আমেরিকান বংশোদ্ভূত ৭ শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। তাদের প্রত্যেকেই পুরুষ এবং বয়স ২৫ বছর বা তার কম। এই ৭ ছাত্রের মধ্যে একজনকে পিটিয়ে মারা হয়, দুজনের কয়েকদিন নিখোঁজ থাকার পর মৃতদেহ উদ্ধার হয়, দুজন আত্মহত্যা করেন এবং বাকি দুজনের ওভারডোজের কারণে মৃত্যু হয় বলে জানানো হয়েছে।

খবরে বলা হয়েছে, মার্কিন যুক্তরাষ্ট্রে আন্তর্জাতিক শিক্ষার্থীদের মধ্যে ২৫ শতাংশই ভারতীয়।

ইন্ডিয়ান স্টুডেন্টস অ্যাসোসিয়েশনের সভাপতি বিরাগ শাহ বলেন, ‘ভারতীয় এবং ভারতীয় বংশোদ্ভূতদের মৃত্যুর খবরে ভারতীয় ছাত্ররা আতঙ্কিত’। সংবাদসংস্থা এনবিসি-কে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেন, ‘মৃত্যুর ঘটনাগুলো দেখে মনে হচ্ছে, এর একটা প্যাটার্ন আছে।’

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো. আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172. বাণিজ্যিক বিভাগ : +8801868-173008, E-mail: dailyjobabdihi@gmail.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft