প্রকাশ: শুক্রবার, ১৬ ফেব্রুয়ারি, ২০২৪, ৭:০০ অপরাহ্ন
গাজীপুরের কাপাসিয়ায় বিশ্ব ক্যান্সার দিবস উপলক্ষে শান্তি ক্যান্সার ফাউন্ডেশন এর আয়োজনে ক্যান্সার প্রতিরোধে আলোচনা সভা ও শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছ।
আজ শুক্রবার উপজেলার টোক ইউনিয়নের শরীফ মমতাজ উদ্দিন আহমেদ ডিগ্রি কলেজ মাঠে এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য, মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী সিমিন হোসেন রিমি এমপি।
ক্যানসার নিয়ে সবাইকে সচেতন হওয়ার আহ্বান জানিয়ে সিমিন হোসেন রিমি বলেন, পান খাওয়ার প্রবণতা আছে। এতে ক্যানসার হওয়ার ঝুঁকি থাকে। পান খাওয়া সিগারেট খাওয়া খারাপ। পান ও সিগারেট দুটিই ছাড়তে হবে।
শান্তি ক্যানসার ফাউন্ডেশনের প্রচার সম্পাদক রেহনুমা খানমের সঞ্চালনায় অনুষ্ঠানে ক্যানসার সচেতনতায় করণীয় নিয়ে বিশদ বক্তব্য দেন জাতীয় ক্যানসার গবেষণা ইনস্টিটিউট ও হাসপাতালের সাবেক বিভাগীয় প্রধান ও শান্তি ক্যানসার ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক অধ্যাপক পারভীন শাহিদা আখতার।
অনুষ্ঠানে কাপাসিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আলী সিদ্দিকী, উপজেলা পরিষদের চেয়ারম্যান অ্যাড: আমানম হোসেন খান, কাপাসিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো: আবু বকর মিয়া, উপজেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাড: মাজহারুল ইসলাম সেলিম, সাধারণ সম্পাদক মিজানুর রহমান প্রধান, যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উদ্দিন আহমেদ সেলিম, উপজেলা আওয়ামী যুবলীগের সভাপতি সাখাওয়াত হোসেন প্রধান, শরীফ মমতাজ উদ্দিন আহমেদ ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ বিলকিস বেগম প্রমুখ।