বৃহস্পতিবার ১৬ জানুয়ারি ২০২৫ ২ মাঘ ১৪৩১
 

বাংলাদেশের সাংবিধানিক নাম পরিবর্তনে সুপারিশ    ফের বাড়ল স্বর্ণের দাম    পুতুলকে ‘হু’ থেকে অপসারণে গণস্বাক্ষর, ব্যাপক সাড়া    ছাগলকাণ্ডে আলোচিত মতিউর ৩ দিনের রিমান্ডে    ৪০ শতাংশ ভোট না পড়লে আবারও ভোটগ্রহণ: সংস্কার কমিশন    এনসিটিবি'র সামনে দু পক্ষের সংঘর্ষে আহত ২৭    ৬ কমিশনের মেয়াদ আরও এক মাস বাড়বে: উপদেষ্টা রিজওয়ানা   
ফের হাসপাতালে মার্কিন প্রতিরক্ষা মন্ত্রী
প্রকাশ: সোমবার, ১২ ফেব্রুয়ারি, ২০২৪, ৫:২৮ অপরাহ্ন

গুরুতর অসুস্থ মার্কিন প্রতিরক্ষা মন্ত্রী লয়েড অস্টিন। কয়েকদিনের ব্যবধানে আবার তাকে হাসপাতালের ক্রিটিক্যাল কেয়ার ইউনিটে রাখা হয়েছে। সম্প্রতি অসুস্থ হয়ে বেশ কয়েকদিন হাসপাতালে থাকলেও জানত না হোয়াইট হাউজ। এ নিয়ে ক্ষোভ প্রকাশ করেছিলেন প্রেসিডেন্ট বাইডেন।

তবে গুরুতর অসুস্থ থাকলেও দায়িত্ব ছাড়েননি লয়েড। এছাড়া তার অসুস্থতার খবর হোয়াইট হাউজকে না জানানোয় ক্ষোভ প্রকাশ করেন মার্কিন রাজনীতিবিদরা। পদে থাকার জন্য লয়েড অসুস্থতার খবর দেননি বলে অভিযোগ বিরোধীদের। খবর: এবিসি নিউজের

পেন্টগন সূত্রের বরাত দিয়ে খবরে বলা হয়েছে, রোববার তড়িঘড়ি হাসপাতালে ভর্তি করা হয়েছে লয়েডকে। দীর্ঘদিন ধরেই প্রস্টেট ক্যানসারে ভুগছেন যুক্তরাষ্ট্রের প্রথম কৃষ্ণাঙ্গ প্রতিরক্ষা মন্ত্রী।

খবরে বলা হয়েছে, নিজের অসুস্থতার খবর গোপন রেখেছিলেন লয়েড অস্টিন। আগেও একাধিকবার হাসপাতালে ভর্তি হতে হয়েছিল তাকে। এ নিয়ে একাধিকবার জো বাইডেনকে নিশানা করেছেন রিপাবলিক সাংসদরা। অস্টিন নিজের পদ ছাড়তে নারাজ বলেই অসুস্থতার খবর লুকাচ্ছেন বলে দাবি করেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

খবরে বলা হয়েছে, এবার অবস্থা গুরুতর হওয়ার কারণে পেন্টাগন দ্রুত অস্টিনের হাসপাতালে ভর্তির খবর প্রকাশ করা হয়। কয়েক ঘণ্টার মধ্যেই সাময়িকভাবে দফতরের দায়িত্ব তুলে দেওয়া হয় তার ডেপুটি ক্যাথলিন হিকসের হাতে।

অস্টিন জানান, চলতি মাসের শেষ দিন নিজের অসুস্থতা নিয়ে কংগ্রেসে দাঁড়িয়ে বক্তব্য রাখবেন। প্রেসিডেন্ট নির্বাচনের আগে বাইডেন প্রশাসনকে নিয়ে কোনও নেতিবাচক প্রচার যেন শুরু হতে না পারে, সেই জন্যই দ্রুত দায়িত্ব হস্তান্তর করা হয়েছে বলে ধারণা করছেন বিশেষজ্ঞরা।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো. আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172. বাণিজ্যিক বিভাগ : +8801868-173008, E-mail: jobabdihimedia@gmail.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft