প্রকাশ: রোববার, ১১ ফেব্রুয়ারি, ২০২৪, ৫:৪৭ অপরাহ্ন
পাবনার ভাঙ্গুড়া উপজেলার কৃষকদের নিকট সরিষা মাড়াই কল এখন জনপ্রিয় এক প্রযুক্তি। পুর্বে ক্ষেতের সরিষা তুলে সনাতন পদ্ধতিতে মাড়াই এবং সেখানে বোরো আবাদ করতে কৃষকদের অনেক কষ্ট পোহাতে হতো। বর্তমানে কৃষি বিভাগের তত্তাবধানে আধুনিক প্রযুক্তি হিসাবে মাড়াই কল সরবরাহ করায় সরিষা ও বোরো আবাদে কৃষকরা সস্তিতে রয়েছেন।
উপজেলার বেশির ভাগ এলাকা নিম্নঅঞ্চল হওয়ায় জমি থেকে বন্যার পানি নামতে দেরি হয়। অপরদিকে বন্যার শুরুতে এখানকার কৃষি ক্ষেতে আবার পানি প্রবেশ করে। এ কারণে সরিষা উৎপাদন বিলম্ব হলে,বোরো আবাদ ঝুঁকিতে পড়ে। এলাকায় মাড়াই কল ব্যবহার করায় সল্প সময়ে সরিষা ঘরে তোলা সহজ হয়ে পড়েছে। এতে জনবল যেমন কম দরকার,তেমনি খরচও সাশ্রয় হয়। এজন্য কৃষকরা বেশ খুশি।
উপজেলার খানমরিচ ইউনিয়নের পুকুরপার গ্রামের কৃষক আব্দুর রাজ্জাক ও কৈডাঙ্গার জাহিদুল মেম্বর বলেন, “আমি বিশ বিঘা জমিতে সরিষা আবাদ করেছি। আগামী সাত দিনের মধ্যে ঐসব জমিতে আবার বোরো ধানের চারা রোপন করতে হবে। বিলম্ব হলে জমির পাকা ধান বন্যার পানিতে নিমজ্জিত হয়। মাড়াই কল ব্যবহার করায় দ্রুত ফসল তোলার কাজটি করা এখন সম্ভব হচ্ছে।”
উপজেলা কৃষি অফিসার শারমিন জাহান বলেন, সনাতন পদ্ধতিতে সরিষা মাড়াই করতে কৃষকদের সময়,জনবল ও অর্থ সবই লস হতো। এখন মাড়াই কল ব্যবহার করায় তারা লাভবান হ”চেছন। এ ছাড়া সম্মলিত কৃষি খামার ব্যবস্থাপনা উন্নয়ন প্রকল্পের আওতায় মাড়াই কল ক্রয়ের জন্য কৃষকদের ৫০% অর্থ ভতুর্কি দেওয়া হয়েছে। ফলে তারা সহজেই মাড়াই কল কিনতে পেরেছেন বলেও ঐ কর্মকর্তা জানান।।