বুধবার ২৭ নভেম্বর ২০২৪ ১১ অগ্রহায়ণ ১৪৩১
 

ভারতের ভিত্তিহীন বিবৃতিতে ঘটনার ভুল উপস্থাপন হয়েছে: পররাষ্ট্র মন্ত্রণালয়    চিন্ময় দাসের গ্রেপ্তার নিয়ে বিকৃত তথ্য ছড়াচ্ছে ভারত: পররাষ্ট্র মন্ত্রণালয়    অভিযুক্তদের দ্রুত গ্রেপ্তার, বিচার নিশ্চিতের দাবি হাসনাত ও সারজিসের    চট্টগ্রামে আইনজীবী হত্যা প্রধান উপদেষ্টার নিন্দা, আইনি ব্যবস্থা নেওয়ার নির্দেশ    একদিনের ব্যবধানে সোনার দাম আরও কমলো    ২০১ রানের বড় হার বাংলাদেশের    চলতি মাসেই ডেঙ্গুতে মৃত্যু দেড়শ ছাড়িয়েছে   
নাটোরে আগুনে পুড়ে কৃষকের দুই গরু ছাই
নাটোর প্রতিনিধি:
প্রকাশ: শনিবার, ১০ ফেব্রুয়ারি, ২০২৪, ৩:৩৯ অপরাহ্ন

নাটোরের নলডাঙ্গায় আগুনে পুড়ে এক দিনমজুর কৃষকের দুইটি ষাঁড় গরুসহ গোয়াল ঘর পুড়ে ভস্মীভূত হয়েছে। এ ঘটনায় সর্বস্ব হারিয়ে নিঃস্ব হয়ে পড়েছেন দিনমজুর কৃষক জাবেদ আলী।

গতকাল শুক্রবার দিনগত রাতে নলডাঙ্গা উপজেলার পিপরুল জামতৈল গ্রামের কৃষক জাবেদ আলীর বাড়িতে আগুন লাগার ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার রাতে হঠাৎ করেই কৃষকের বাড়িতে গরুর গোয়াল ঘরে আগুন জ্বলে ওঠে। এতে মুহূর্তে তা সারা ঘরে ছড়িয়ে পড়ে। এ সময় বাড়িতে কেউ না থাকায় প্রতিবেশিরা এগিয়ে এসে আগুন নেভানোর চেষ্টা করেন। পরে আধা ঘন্টার চেষ্টায় স্থানীয়রা আগুন নিয়ন্ত্রণে আনেন। এতে গোয়াল ঘরে থাকা দুইটি ষাঁড় গরু পুড়ে মারা যায়। এছাড়া অন্যান্য সামগ্রী পুড়ে গেছে। এতে সর্বত্র হারিয়ে দিশেহারা হয়ে পড়েছেন দিনমজুর কৃষক।

ক্ষতিগ্রস্ত কৃষক জাবেদ আলী জানান, ভ্যান চালিয়ে অনেক কষ্টে গরু দুইটি লালন-পালন করেছি। সামনে কোরবানির ঈদে বিক্রির জন্য গরু দুইটি মোটাতাজা করছিলাম। দুটি গরু প্রায় দুই থেকে আড়াই লক্ষ টাকা দামে বিক্রি হতো। গত রাতে আগুনে আমার একমাত্র অবলম্বন দুইটি গরু মারা গেছে। আমি কি করে চলবো এখন। তিনি জনপ্রতিনিধিসহ প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন।

নলডাঙ্গা ফায়ার সার্ভিস ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. হাবিবুর রহমান জানান, খবর পেয়ে ফায়ার সার্ভিস দল দ্রুত ঘটনাস্থলে যাবার মাঝ পথেই আগুন নিয়ন্ত্রন করে স্থানীয়রা। পরে ফায়ার সার্ভিস কর্মীরা ফিনে আসেন। এতে আগুনে পুড়ে দুইটি গরুসহ গোয়াল ঘর পুড়ে গেছে বলে এ কর্মকর্তা জানান।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো. আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172. বাণিজ্যিক বিভাগ : +8801868-173008, E-mail: dailyjobabdihi@gmail.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft