প্রকাশ: শনিবার, ৩ ফেব্রুয়ারি, ২০২৪, ১:০০ অপরাহ্ন
বৃহস্পতিবার (১ ফেব্রুয়ারি) সকালে সদর উপজেলার খোয়াজপুর ইউনিয়নের টেকেরহাট বাজারে মাদারীপুরে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নৌকায় ভোট দেয়ার জেরে হোসেন সরদার নামে এক বালু ব্যবসায়ীকে পিটিয়ে দুই পা ভেঙে দেয়ার অভিযোগ উঠেছে প্রতিপক্ষের বিরুদ্ধে।
গতকাল শুক্রবার সকালে এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে।
আহত হোসেন সরদার চর খোয়াজপুর গ্রামের আসমত আলী সরদারের ছেলে। তাকে উন্নত চিকিৎসার জন্য রাজধানীর পঙ্গু হাসপাতালে পাঠানো হয়েছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার সকালে খোয়াজপুর-টেকেরহাট বাজারে ১০ থেকে ১৫ জন লোক নিয়ে প্রতিপক্ষ সাইফুল সরদারের নেতৃত্বে হোসেনের ওপর হামলা চালানো হয়। পরে তাকে উদ্ধার করে জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়। উন্নত চিকিৎসার জন্য হোসেনকে ওই দিনই রাজধানীর পঙ্গু হাসপাতালে পাঠায় চিকিৎসক।
আহত হোসেন সরদারের ভাই শাজাহান সরদার বলেন, ‘দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নৌকায় ভোট দেয়ায় এই হামলা চালিয়েছে প্রতিপক্ষ সাইফুল সরদার। সংসদ নির্বাচনে মাদারীপুর-৩ আসনে নৌকার প্রার্থী ড. আবদুস সোবহান মিয়া হেরে যাওয়ার পর থেকে হুমকি দিয়ে আসছিলেন বিজয়ী স্বতন্ত্র প্রার্থী তাহমিনা বেগমের সমর্থক সাইফুল সরদার।’
মাদারীপুর সদর উপজেলার খোয়াজপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মোহাম্মদ আলী মুন্সি জানান, মাদারীপুর-৩ আসনের সংসদ নির্বাচনে হোসেন সরদার নৌকার পক্ষে কাজ করে। কিন্তু নৌকার প্রার্থী ড. আবদুস সোবহান মিয়া গোলাপ হেরে যান। বিজয়ী হন স্বতন্ত্র প্রার্থী তাহমিনা বেগম। এ জন্য তাহমিনা বেগমের লোকজন এই হামলা চালিয়েছে।
মাদারীপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ এইচ এম সালাউদ্দিন বলেন, ‘এলাকার আধিপত্য নিয়ে এই হামলার ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। ঘটনার সিসিটিভি ফুটেজ পুলিশের হাতে এসেছে। তদন্ত করে আইনি ব্যবস্থা নেয়া হবে।’