প্রকাশ: বৃহস্পতিবার, ১ ফেব্রুয়ারি, ২০২৪, ৫:০৬ অপরাহ্ন
রৌমারীতে চোরাচালন রোধে মিটিংয়ের ১৩ ঘন্টা পর ধর্মপুর সীমান্তে বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ৪টি গরুসহ চার চোরাকারবারিকে আটক করেছে দাঁতভাঙ্গা ক্যাম্পের বিজিবি সদস্যরা। বৃহস্পতিবার ভোররাতে ধর্মপুর সীমান্ত এলাকা থেকে তাদেরকে আটক করা হয়।
আটককৃতদের রৌমারী থানায় সোপর্দ করা হয়েছে।
বিজিবি ও স্থানীয় সূত্রে জানা গেছে, একটি চক্র দীর্ঘদিন ধরে অবৈধভাবে ভারতীয় কাটাতারের বেড়া ডিঙ্গিয়ে আড়কির মাধ্যমে গরু পারাপার করতেছিল। এ খবর জানার পর দাঁতভাঙ্গা ক্যাম্পের ১০/১৫ জনের বিজিবি’র একটি টহল দল ওই সীমান্তে অভিযান চালায়।
এসময় কয়েকজন গরু ব্যবসায়ী পালিয়ে গেলেও ধর্মপুর সীমান্তের ১০৫৮ নং পিলার হতে বাংলাদেশ অভ্যন্তরে উপজেলার চরের গ্রামের জাহের আলীর ছেলে ইউনুস আলী (২৭), ধর্মপুর গ্রামের হাসেন আলীর ছেলে বিপলব মিয়া (৩০), আঃ সালাম এর ছেলে রাসেল মিয়া (২২) ও গুটলি গ্রামের বাদশা মিয়ার ছেলে ফরিজ উদ্দিন (৩০) কে আটক করা হয়।
এসময় আটককৃতদের কাছ থেকে ৫টি গরু ও ৪টি মোবাইল ফোন তবে অভিযোগ রয়েছে। বিজিবি কর্তৃক আটক চোরাকারবারিদের বিরুদ্ধে যে মামলা দেওয়া হয়েছে- সে মামলার স্বাক্ষী হিসেবে ইকবাল হোসেন ও শরিফ উদ্দিন নামের যে দুইজনের নাম উল্লেখ্য করা হয়েছে।
তাদের নিজ বাড়ি ঘটনাস্থল থেকে প্রায় ৩ থেকে ৫ কিলোমিটার দুরে। ফলে এ বিষয় নিয়ে এলাকায় ব্যাপক সমালোচনার ঝড় উঠেছে।
জামালপুর ৩৫ বিজিবির (সিও) লে. কর্নেল এর সাথে সরকারি ফোন নম্বরে একাধীকবার কল করলেও রিসিভ করেননি তিনি।
রৌমারী থানার অফিসার ইনচার্জ আব্দুল্লাহ হিল জামান জানান, বিজিবি কর্তৃক আটক চোরাকারবারিদের থানায় সোপর্দ করেছে এবং মামলা দিয়ে তাদেরকে জেল হাজতে পাঠানো হবে।