প্রকাশ: সোমবার, ২৯ জানুয়ারি, ২০২৪, ৫:২০ অপরাহ্ন
রৌমারীতে ট্রাক্টর উল্টে খাদে পড়ে শহিদুল ইসলাম (১৫) নামের এক কিশোরের মৃত্যু হয়েছে। অপর দিকে গাড়ি চালক সবুজ (১৬), জন্মান্ধ আরিফ (৯), সাকিল (১৪) ও আলিম হোসেন (১৩) নামের চারজন গুরুতর আহত হয়। মৃত শহিদুল উপজেলার দাঁতভাঙ্গা ইউনিয়নের হরিণধরা গ্রামের মৃত নুর মোহাম্মদ এর ছেলে বলে জানা গেছে।
আহতরা সকলেই উপজেলা দাঁতভাঙ্গা ইউনিয়নের হরিণধরা গ্রামের বাসিন্দা বলে জানা গেছে।
আজ সোমবার সকাল সাড়ে ১০ টার দিকে উপজেলার দাঁতভাঙ্গা ইউনিয়নের ঝগড়ার সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন এলাকায় এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, ট্রাক্টর চালক সবুজ মিয়াসহ ৪ জন হেলপার নিয়ে দাঁতভাঙ্গা থেকে দ্রুতগতিতে ফিটনেস বিহীন ট্রাক্টর (কাকড়া) চালিয়ে রৌমারীর দিকে আসার পথে ঝগড়ার সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন এলাকায় আসা মাত্রই নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে উল্টে যায়। এতে ঘটনাস্থলেই শহিদুলের মৃত্যু হয়।
অপরদিকে ট্রাক্টর চালকসহ কয়েকজন গুরুতর আহত হয়। পরে স্থানীয়রা তােেদরকে উদ্ধার করে রৌমারী হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক ডা. নাজমুল হাসান শুভ একজনকে মৃত্যু ঘোষণা করেন ও সবুজসহ অন্যরা প্রাথমিক চিকিৎসা নিয়ে চলে যান।
রৌমারী থানার অফিসার ইনচার্জ আব্দুল্লাহ হিল জামান জানান, ট্রাক্টর উল্টে শহিদুল ইসলাম নামের একজনের মৃত্যু হয়েছে। বাকিরা প্রাথমিক চিকিৎসা নিয়ে চলে যান। ট্রাক্টরটি জব্দ করে থানায় আনা হবে। এ ব্যাপারে রৌমারী থানায় নিয়মিত মামলা হয়েছে।