প্রকাশ: রোববার, ২৮ জানুয়ারি, ২০২৪, ৭:২০ অপরাহ্ন
সর্বশেষ আপডেট: রোববার, ২৮ জানুয়ারি, ২০২৪, ৭:২২ অপরাহ্ন
দুর্ঘটনা রোধে বিদ্যালয়ের সামনে সড়কে ফুটওভার ব্রীজ স্থাপনের দাবীতে মানববন্ধন করেছে শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক ও এলাকাবাসী। আজ রোববার দুপুরে কুমিল্লা-নোয়াখালী আঞ্চলিক মহাসড়কের খিলা সরকারি প্রাথমিক বিদ্যালয় ও খিলা আজিজ উল্লা উচ্চ বিদ্যালয়ের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। বিদ্যালয় পরিচালনা কমিটির সদস্য, শিক্ষার্থী-অভিভাবক, শিক্ষক-কর্মচারী ও এলাকাবাসী মানববন্ধনে অংশগ্রহণ করেন।
মানববন্ধনে বক্তারা উল্লেখ করেন, কয়েক দিন আগে সড়ক পার হতে গিয়ে পঞ্চম শ্রেণীর এক শিক্ষার্থী গুরুতর আহত হয়। বর্তমানে সে কোমায় আছে। এর আগেও সড়ক পার হওয়ার সময় চার/পাঁচজন শিক্ষার্থী আহত হয়। এ দুটি বিদ্যালয়ে প্রায় দুই হাজার শিক্ষার্থী অধ্যয়ন করে। যাতায়াতে দুর্ঘটনার কারণে শিক্ষার্থীরা বিদ্যালয় বিমুখ হয়ে পড়ছে। তাই অবিলম্বে এখানে ফুট ওভারব্রিজ নির্মাণের দাবি জানান এলাকাবাসী।
মানববন্ধনে খিলা আজিজ উল্লা উচ্চ বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি সৈয়দ নূর আহমেদ বাবর, সদস্য আসিফ ইকবাল ফারুক, অধ্যাপক গোলাপ হোসেন, প্রধান শিক্ষক মুনির আহমদ, খিলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোসাম্মৎ লায়লা নূর, সমাজসেবী জহিরুল ইসলাম স্বপন বক্তব্য রাখেন।
একাত্মতা পোষণ করে মানববন্ধনে অংশ নেন, গণ উদ্যোগ বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীবৃন্দ, খিলা সরকারি প্রাথমিক বিদ্যালয় এসএমসি সদস্য মুজাহিদুল আমিন সোহেল, সহকারী শিক্ষক ফখরুল ইসলাম, মাইনুদ্দিন চিশতী, সহকারী প্রধান শিক্ষক মোঃ শাহাদাত হোসেন, সিনিয়র শিক্ষক উৎপল চন্দ্র সাহা, কোহিনুর বেগম, মুহা. আবুল খায়ের, মোহাম্মদ এনায়েত উল্লাহ, সুমিতা রানী সাহা, নিলুফা আখতার, সহকারী শিক্ষক মোঃ আব্বাস আলী, মোঃ ফখরুল ইসলাম, সৈয়দ মোঃ শরীফ হোসেন মোঃ আবু তালেব, মোর্শিদা আক্তার, মোঃ দেলোয়ার হোসাইনসহ বিদ্যালয়ের অন্যান্য শিক্ষক-শিক্ষার্থীবৃন্দ, অভিভাবক ও এলাকাবাসী।