প্রকাশ: শুক্রবার, ২৬ জানুয়ারি, ২০২৪, ১০:৪৫ অপরাহ্ন
ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে কৃষি জমি থেকে মাটি কাটার অভিযোগে রাকিব মিয়া নামে একজনকে ৫০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
সরাইল উপজেলা সহকারি কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নাছরিন সুলতানা বৃহস্পতিবার বিকেলে উপজেলার কালিকচ্ছ ইউনিয়নের ধরন্তি বিল এলাকায় অভিযান পরিচালনা করে এ জরিমানা করেন।
জরিমানার শিকার রাকিব মিয়া কালিকচ্ছ ইউনিয়নের চাকসার এলাকার আজগর আলীর ছেলে।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা নির্বাহী ম্যাজিস্ট্রেট নাছরিন সুলতানা জানান, উপজেলার বিভিন্ন এলাকায় কয়েকটি চক্র ফসলি জমি খননযন্ত্র দিয়ে পুকুরের মতো কেটে বালু উত্তোলন করছেন। সেসব বালু পাইপাসহ ট্রাক্টরের মাধ্যমে নিয়ে পুকুর ও জলাশয় ভরাট করছেন। তারা ফসলি জমিগুলোতে নষ্ট করে ফেলছেন। বিকেলে সরাইল উপজেলার কালিকচ্ছ ইউনিয়নের ধরন্তি বিল এলাকায় এলাকায় অভিযানেকালে কৃষি জমি থেকে মাটি কাটার সময় এক জনকে আটক করা হয়।
পরে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন ২০১০ মোতাবেক এক জনকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এসময় জনসম্মুখে পাইপ গুলো ধ্বংস করা হয়।