বুধবার ২৭ নভেম্বর ২০২৪ ১২ অগ্রহায়ণ ১৪৩১
 

ভারতের ভিত্তিহীন বিবৃতিতে ঘটনার ভুল উপস্থাপন হয়েছে: পররাষ্ট্র মন্ত্রণালয়    চিন্ময় দাসের গ্রেপ্তার নিয়ে বিকৃত তথ্য ছড়াচ্ছে ভারত: পররাষ্ট্র মন্ত্রণালয়    অভিযুক্তদের দ্রুত গ্রেপ্তার, বিচার নিশ্চিতের দাবি হাসনাত ও সারজিসের    চট্টগ্রামে আইনজীবী হত্যা প্রধান উপদেষ্টার নিন্দা, আইনি ব্যবস্থা নেওয়ার নির্দেশ    একদিনের ব্যবধানে সোনার দাম আরও কমলো    ২০১ রানের বড় হার বাংলাদেশের    চলতি মাসেই ডেঙ্গুতে মৃত্যু দেড়শ ছাড়িয়েছে   
ঘোড়াঘাটে ফেন্সিডিলসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার
ঘোড়াঘাঘাট (দিনাজপুর) প্রতিনিধি:
প্রকাশ: মঙ্গলবার, ২৩ জানুয়ারি, ২০২৪, ১০:২৬ অপরাহ্ন

দিনাজপুরের ঘোড়াঘাটে মাদক বিক্রির সময় আরিফা বেগম (৩০) নামে এক নারীকে আটক করেছে থানা পুলিশ। গতকাল সোমবার বিকেল সাড়ে ৫টার সময় উপজেলার ১নং বুলাকীপুর ইউনিয়নের দামোদরপুর-শৌলা গ্রামের নিজ বাড়ি থেকে তাকে আটক করা হয়।

এ ঘটনায় ঘোড়াঘাট থানার উপ-পরিদর্শক (এসআই) আজিজার রহমান, গতকাল সোমবার বিকেল সাড়ে ৫টার সময় উপজেলার ১নং বুলাকীপুর ইউনিয়নের দামোদরপুর-শৌলা গ্রামের নিজ বাড়ি থেকে আরিফা বেগমকে আটক করা হয়। তার কাছ থেকে জব্দ করা হয়েছে ৫ বোতল ফেন্সিডিল, মাদক বিক্রির নগদ ৩ হাজার টাকা ও একটি মোবাইল ফোন।

গ্রেপ্তারকৃত আরিফা বেগমের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে একটি মামলা করা হয়েছে। 

আরিফা দামোদরপুর-শৌলা গ্রামের সাদেকুল ইসলামের স্ত্রী। 

জব্দকৃত ফেন্সিডিলের  স্থানীয় বাজারমূল্য প্রায় ১০ হাজার টাকা। এসময় পুলিশের উপস্থিতি বুঝতে পেরে আরো একজন পালিয়ে যায়।

এজাহারসূত্রে জানা যায়, সোমবার বিকেলে পুলিশ জানতে পারে মাদক ব্যবসায়ী সাদেকুলের বাড়িতে জমজমাট মাদক বেচাকেনা চলছে। এমন খবরে উপ-পরিদর্শক (এসআই) মেহেদী হাসানের নেতৃত্বে থানা পুলিশের একটি দল বাড়িটিতে উপস্থিত হয়। পরে পুলিশকে দেখে দৌঁড় দেয় এক ব্যক্তি। তখন বাড়ির ভিতরে ব্যাগ হাতে দাঁড়িয়ে থাকা আারিফা বেগম নামে এক নারীকে আটক করে পুলিশ। পরে নারী পুলিশ সদস্য বাগ তল্লাশি করে ৫ বোতল ফেন্সিডিল জব্দ করে।

ঘোড়াঘাট থানার অফিসার ইনচার্জ (ওসি) আসাদুজ্জামান আসাদ বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃত নারী ও তার স্বামী সীমান্তবর্তী হিলি থেকে প্রতি সপ্তাহে  ৫০ থেকে ৬০টি করে ফেন্সিডিল সংগ্রহ করে নিজ বাড়ি থেকেই বিক্রি করেন। আসামীকে আজ মঙ্গলবার সকালে দিনাজপুরের আদালতে পাঠানো হয়েছে।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো. আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172. বাণিজ্যিক বিভাগ : +8801868-173008, E-mail: dailyjobabdihi@gmail.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft