প্রকাশ: মঙ্গলবার, ২৩ জানুয়ারি, ২০২৪, ৫:৩১ অপরাহ্ন
সর্বশেষ আপডেট: মঙ্গলবার, ২৩ জানুয়ারি, ২০২৪, ৯:৫৮ অপরাহ্ন
কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরা জানিয়েছে, মাহশা আমিনির হত্যার প্রতিবাদকারীকে আজ মঙ্গলবার খুনের দায়ে ফাঁসি দিয়েছে ইরানের আদালত। পুলিশ সদস্যকে হত্যাসহ পাঁচজনকে আঘাত করার দায়ে দোষী সাব্যস্ত করা হয় তাকে।
তবে মানবাধিকার আইনজীবীদের দাবি, মৃত্যুদণ্ড প্রাপ্ত ওই ব্যক্তি ন্যায্য বিচার পাননি।
হিজাব ইস্যুতে মাহশা আমিনির মৃত্যুকে ঘিরে ২০২২ সালে ইরান জুড়ে বিক্ষোভ ছড়িয়ে পড়েছিল। ওই বিক্ষোভে অংশ নিয়েছিলেন অভিযুক্ত মোহাম্মদ ঘোবদলু।
ইরানে নারীদের পোষাকে কঠোর বিধিনিষেধ রয়েছে। ২০২২ সালে হিজাব আইন লঙ্ঘনের দায়ে কুর্দি বংশোদ্ভূত ইরানি নারী মাহশা আমিনিকে গ্রেফতার করে ইরানের নীতি পুলিশ। পরে পুলিশি হেফাজতে তার মৃত্যু হলে দেশজেুড়ে ব্যাপক বিক্ষোভ হয়। এই বিক্ষোভে সহিংসতার ঘটনায় কয়েক ডজন পুলিশ সদস্য নিহত হন।
তেহরানে একটি গাড়ি নিয়ে পুলিশের ওপর হামলা করার অভিযোগে দোষী সাব্যস্ত হওয়ার পর, ২০২২ সালের নভেম্বরে ঘোবদলুকে প্রাথমিকভাবে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছিল।
২০২২ সালের বিক্ষোভ চলাকালীন কয়েক ডজন নিরাপত্তা কর্মীসহ কয়েকশো মানুষ মারা গিয়েছিল। এসময় বিদেশি মদদে প্ররোচিত হয়ে ‘দাঙ্গা’য় অংশ নেওয়ার অভিযোগে কয়েক হাজার মানুষকে গ্রেফতার করা হয়েছিল।