প্রকাশ: সোমবার, ২২ জানুয়ারি, ২০২৪, ৫:৫৯ অপরাহ্ন
মানিকগঞ্জ পাটুরিয়া রজনীগন্ধা ফেরি ফেরি ডুবে যাওয়ার ষষ্ঠ দিনে উদ্ধার হল ফেরির সহকারী ইঞ্জিন মাস্টার হুমায়ুন কবিরের লাশ।
লাশ সনাক্ত করেছেন মৃত হুমায়ুন কবিরের ভাই রফিকুল ইসলাম।
বিষয়টি নিশ্চিত করেছেন ফায়ার সার্ভিস ও নৌো-পুলিশের ওসি মোঃ মিজানুর রহমান।
গত বুধবার সকালে দৌলতদিয়া থেকে পাটুরিয়ায় আসার সময় ইউটিলি ফেরি রজনীগন্ধা ডুবে যায় ফেরিতে থাকা অন্যান্য সবাই পাড়ে ফিরতে পারলেও ফিরেনি সহকারী ইঞ্জিন মাস্টার হুমায়ুন কবীর।
দীর্ঘ পাঁচ দিন চেষ্টা করেও তার কোন খোঁজ মেলেনি অবশেষে আজ বিকেল সাড়ে চারটায় মানিকগঞ্জের শিবালয় উপজেলার বাহাদুরপুর গ্রামের পাশে নদীতে ভেসে থাকা হুমায়ুন কবিরের মৃতদেহ উদ্ধার করেন নৌবাহিনী এবং ফায়ার সার্ভিস।
এদিকে পাটুরিয়া ঘাটের ৫ নাম্বার পল্টুনে মৃত হুমায়ুন কবিরের ভাই রফিকুল ইসলামসহ আত্মীয়স্বজনরা আহাজারী কান্নাকাটি করেন।
নৌ পুলিশের ওসি মোঃ মিজানুর রহমান জানান, আমরা যখন তাকে জানতে পেরেছি রজনীগন্ধা ইউটিলিটি ফেরির সহকারী ইঞ্জিন মাস্টার হুমান কবিরের লাশ পাওয়া গেছে। এখনো লাশটি আমাদের কাছে এসে পৌঁছায়নি। লাশটি পৌঁছালে পরবর্তী প্রক্রিয়ায় শেষ করে স্বজনদের কাছে লাশ হস্তান্তর করা হবে।