বুধবার ২৭ নভেম্বর ২০২৪ ১১ অগ্রহায়ণ ১৪৩১
 

ভারতের ভিত্তিহীন বিবৃতিতে ঘটনার ভুল উপস্থাপন হয়েছে: পররাষ্ট্র মন্ত্রণালয়    চিন্ময় দাসের গ্রেপ্তার নিয়ে বিকৃত তথ্য ছড়াচ্ছে ভারত: পররাষ্ট্র মন্ত্রণালয়    অভিযুক্তদের দ্রুত গ্রেপ্তার, বিচার নিশ্চিতের দাবি হাসনাত ও সারজিসের    চট্টগ্রামে আইনজীবী হত্যা প্রধান উপদেষ্টার নিন্দা, আইনি ব্যবস্থা নেওয়ার নির্দেশ    একদিনের ব্যবধানে সোনার দাম আরও কমলো    ২০১ রানের বড় হার বাংলাদেশের    চলতি মাসেই ডেঙ্গুতে মৃত্যু দেড়শ ছাড়িয়েছে   
তরুণ সমাজকে অগ্রণী ভূমিকা পালন করতে হবে: সিমিন হোসেন রিমি
কাপাসিয়া (গাজীপুর) প্রতিনিধি:
প্রকাশ: শনিবার, ১৩ জানুয়ারি, ২০২৪, ১০:৩৮ অপরাহ্ন
সর্বশেষ আপডেট: রোববার, ১৪ জানুয়ারি, ২০২৪, ১১:৩৩ পূর্বাহ্ন

গাজীপুর -৪ আসনে টানা চতুর্থবারের মতো সংসদ সদস্য হিসেবে নতুন মন্ত্রিসভায় প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন বঙ্গতাজ কন্যা সিমিন হোসেন রিমি।  শপথ নেয়ার পর  তার নির্বাচনী এলাকা কাপাসিয়া উপজেলার আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মী, জনসাধারণের সঙ্গে ফুলেল শুভেচ্ছা বিনিময় করেছেন।

তিনি শনিবার (১৩ জানুয়ারি) ঢাকার নিজ বাসভবনে নেতাকর্মীদের উদ্দেশ্যে বলেন, তরুণ সমাজকে সঠিকভাবে দায়িত্ব পালন এবং শৃঙ্খলা বজায় রেখে দেশকে এগিয়ে নিয়ে যেতে হবে। 

এর আগে উপজেলা নেতাকর্মীরা নবনির্বাচিত প্রতিমন্ত্রীকে ফুলেল শুভেচ্ছা জানান। 

এসময় উপস্থিত ছিলেন, বঙ্গতাজ কন্যা  সিমিন হোসেন রিমি'র স্বামী মোস্তাক হোসেন, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক রেজাউর লস্কর মিঠু, উপজেলা আওয়ামী লীগের সভাপতি মাজহারুল ইসলাম সেলিম, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মিজানুর রহমান প্রধান, উপজেলা ভাইস চেয়ারম্যান আসাদুজ্জামান আসাদ, মহিলা ভাইস চেয়ারম্যান রওশন আরা সরকার, যুগ্ম সাধারণ সম্পাদক মাহাবুব উদ্দিন সেলিম, উপজেলা আওয়ামী লীগের প্রচার প্রকাশনা সম্পাদক ইমান উল্লাহ শেখ ইমু,সদর ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি মোশাররফ হোসেন, উপজেলা ছাত্রলীগের সভাপতি মাহমুদুল হাসান  মামুন প্রমুখ। 

মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী বলেন, আমার উপরে মন্ত্রণালয়ের যে দায়িত্ব অর্পিত হয়েছে তা আমি সঠিকভাবে পালন করবো, ইনশাআল্লাহ। আপনারা নেতাকর্মীর উপর যে দায়িত্ব অর্পিত তা সঠিকভাবে পালন  এবং শৃঙ্খলা বজায় রাখবেন। কাপাসিয়া উপজেলাকে একটি মডেল উপজেলা করতে আপনাদের সার্বিক সহযোগিতা প্রয়োজন। তাহলেই একটি মডেল উপজেলা গঠন করতে সক্ষম হবো।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো. আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172. বাণিজ্যিক বিভাগ : +8801868-173008, E-mail: dailyjobabdihi@gmail.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft