বুধবার ২৭ নভেম্বর ২০২৪ ১২ অগ্রহায়ণ ১৪৩১
 

সন্ধ্যায় প্রধান উপদেষ্টার সঙ্গে দেখা করবেন মির্জা ফখরুল    অবশেষে ইসরায়েল-হিজবুল্লাহর যুদ্ধবিরতি কার্যকর : বিভিন্ন দেশ স্বাগত জানিয়েছে     আমু-আনিসুল-কামরুল ফের রিমান্ডে    জিয়া চ্যারিটেবল ট্রাস্ট মামলার দণ্ড থেকে খালেদা জিয়াকে খালাস    ভারতের ভিত্তিহীন বিবৃতিতে ঘটনার ভুল উপস্থাপন হয়েছে: পররাষ্ট্র মন্ত্রণালয়    চিন্ময় দাসের গ্রেপ্তার নিয়ে বিকৃত তথ্য ছড়াচ্ছে ভারত: পররাষ্ট্র মন্ত্রণালয়    অভিযুক্তদের দ্রুত গ্রেপ্তার, বিচার নিশ্চিতের দাবি হাসনাত ও সারজিসের   
প্রধানমন্ত্রীর আগমনকে ঘিরে কোটালীপাড়ায় উৎসবের আমেজ
কোটালীপাড়া (গোপালগঞ্জ) প্রতিনিধি:
প্রকাশ: শুক্রবার, ১২ জানুয়ারি, ২০২৪, ৩:২৭ অপরাহ্ন

টানা চতুর্থবার সর্বমোট পাঁচবার দেশের নির্বাচিত প্রধানমন্ত্রী বাংলাদেশ আওয়ামীলীগ সভাপতি বিশ্ব মানবতার জননী বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার আগমনকে ঘিরে গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলা জুড়ে বইছে উৎসবের আমেজ। 

সব জায়গায় লেগেছে পরিস্কার পরিচ্ছন্নতার ছোয়া। পুরোদমে চলছে সাজসজ্জা ও মঞ্চ তৈরির কাজ। রঙিন ব্যানার ফেস্টুনে ছেয়ে গেছে রাস্তাঘাটসহ চারপাশ। নেতাকর্মীদের পদচারণায় মুখরিত সভাস্থল সহ চারদিক। আনাগোনা বেড়েছে আইনশৃঙ্খলা বাহিনীর।

আগামী রবিবার বিকেল ৩টায় উপজেলা আওয়ামীলীগ আয়োজিত এক কর্মী সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে নেতাকর্মীদের সাথে নির্বাচন পরবর্তী শুভেচ্ছা বিনিময় ও দিক নির্দেশনামুলক বক্তব্য দেওয়ার কথা রয়েছে প্রধানমন্ত্রীর। 

নিজেদের ভোটে নির্বাচিত অভিভাবক প্রিয় নেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বরণ করে নিতে অধিক আগ্রহে প্রহর গুনছেন অত্র জনপদের ভোটার বৃন্দ। এর
আগে গত ৩০ ডিসেম্বর কোটালীপাড়ায় এক নির্বাচনী জনসভায় বক্তব্য রেখেছিলেন তিনি। 

গত ৭ জানুয়ারী অনুষ্ঠিত দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে শেখ হাসিনা গোপালগঞ্জ-৩ (টুঙ্গিপাড়া-কোটালীপাড়া) আসন থেকে দলীয় মনোনয়ন পেয়ে নৌকা প্রতীকে বিপুল ভোটে সংসদ সদস্য নির্বাচিত হন। ১১ জানুয়ারী গঠিত মন্ত্রী সভায় ৫ম বার বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে শপথ গ্রহন করেন স্মার্ট বাংলাদেশের এই রূপকার। 

প্রধানমন্ত্রী নির্বাচিত হয়েই জননেন্ত্রী ছুটে আসছেন তার আপন ঠিকানায় নেতাকর্মী, ভোটার সহ প্রাণপ্রিয় জনগনের সাথে শুভেচ্ছা বিনিময় করে ভালোবাসায় সিক্ত হতে। এমনটাই জানিয়েছেন উপজেলা আওয়ামীলীগের নেতৃবৃন্দ।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো. আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172. বাণিজ্যিক বিভাগ : +8801868-173008, E-mail: dailyjobabdihi@gmail.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft