শুক্রবার ২৫ অক্টোবর ২০২৪ ৮ কার্তিক ১৪৩১
 

জানা গেলো শেখ হাসিনার অবস্থান    এ বছর সরকারি অর্থে কেউ হজে যাবে না    ডেঙ্গুতে আরও ৪ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১০২৯    দক্ষিণ কোরিয়ায় ইসরায়েলি দূতাবাসে হামলা    ডিবি হারুন ও তার স্ত্রীসহ ১২ জনকে দুদকে তলব    সচিবালয়ে ঢুকে বিক্ষোভ, ২৬ শিক্ষার্থী গ্রেপ্তার     ঢাকা থেকে ৫ রুটের নৌযান চলাচল বন্ধ ঘোষণা   
নৌকা প্রতীকের কর্মী- সমর্থকদের উপর হামলার অভিযোগ
চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:
প্রকাশ: বুধবার, ১০ জানুয়ারি, ২০২৪, ৮:২০ অপরাহ্ন

চাঁপাইনবাবগঞ্জ-১ আসনে নৌকা প্রতীকের পক্ষে নির্বাচনের বিভিন্ন কার্যক্রমে অংশ নেয়ায় কর্মী-সমর্থকদের উপর ৪০-৫০টি হামলার অভিযোগ উঠেছে স্বতন্ত্র প্রার্থীর কর্মীদের উপর। 

এ ঘটনায় ২০-২৫ জন নৌকার কর্মী আহত হয়েছে বলে অভিযোগ নৌকা প্রতীকের নির্বাচন পরিচালনা কমিটির। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের পূর্ব ও পরবর্তী সময়ে স্বতন্ত্র প্রার্থী সৈয়দ নজরুল ইসলামের কর্মী-সমর্থকদের বিরুদ্ধে হামলা, বাড়ি ভাংচুর ও প্রাণনাশের হুমকির অভিযোগ তুলে সংবাদ সম্মেলন করে নৌকা প্রতীকের নির্বাচন পরিচালনা কমিটি। 

আজ বুধবার দুপুরে শিবগঞ্জ উপজেলা আ.লীগ কার্যালয়ে নির্বাচন পরিচালনা কমিটির যুগ্ম আহ্বায়ক কারিবুল হক রাজিন সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে এসব অভিযোগ করেন।

এসময় কারিবুল হক রাজিন বলেন, নির্বাচনের ফলাফল ঘোষণার পর স্বতন্ত্র প্রার্থী সৈয়দ নজরুল ইসলামের ট্রাক প্রতীকের কর্মী-সমর্থকরা নৌকার প্রতীকের কর্মীদের বাড়িতে হামলা চালিয়ে লুটপাট করে। এমনকি এসব ঘটনায় কয়েকজন নৌকার কর্মী আহত হয়ে হাসপাতালে চিকিৎসা নিচ্ছে। পুলিশকে বারবার বললেও স্বতন্ত্র প্রার্থী সৈয়দ নজরুল ইসলামের ভাই ঢাকা রেঞ্জের ডিআইজি সৈয়দ নুরুল ইসলামের নির্দেশে এসব ঘটনায় মামলা নেয়া হচ্ছে না বলেও অভিযোগ করেন তিনি।

সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন, জেলা আওয়ামী লীগের সহ- সভাপতি আব্দুল মতিন, নৌকা প্রতীকের নির্বাচন পরিচালনা কমিটির যুগ্ম আহ্বায়ক তহিদুল ইসলাম টিয়া, জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি নাহিদ শিকদারসহ আ.লীগ ও এর সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো. আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172. বাণিজ্যিক বিভাগ : +8801868-173008, E-mail: dailyjobabdihi@gmail.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft