প্রকাশ: সোমবার, ৮ জানুয়ারি, ২০২৪, ৪:৪০ অপরাহ্ন
একদিন বন্ধ থাকার পর আজ সোমবার সকাল থেকে বেনাপোল স্থলবন্দর দিয়ে শুরু হয়েছে দু'দেশের মধ্যে আমদানি-রপ্তানি বানিজ্য। তবে এদিন দুইদেশের পাসপোর্টধারী যাত্রীদের যাতায়াত স্বাভাবিক ছিল।
জাতীয় নির্বাচন উপলক্ষে বন্দরের নিরাপওার স্বার্থে বন্ধ ছিল আমদানি রফতানি বানিজ্য। বেনাপোল সিএন্ড এফ এজেন্ট এ্যাসোসিয়েশনের সভাপতি আলহাজ্ব শামসুর রহমান জানান, জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে সরকারি ছুট থাকায় গতকাল রবিবার হিলি স্থলবন্দর দিয়ে আমদানি-রপ্তানি বন্ধ ছিল। আজ সোমবার বেলা সাড়ে ৯ টার দিকে পুনরায় দুই দেশের মধ্যে আমদানি-রপ্তানি কার্যক্রম চালু হয়েছে। সকাল থেকে এ পর্যন্ত ৮৯ ট্রাক মালামাল আমদানি হয়ে প্রবেশ করেছে বোনাপোল বন্দরে।
বেনাপোল পুলিশ ইমিগ্রেশনের ওসি কামরুজ্জামান বিশ্বাস জানান, জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে বেনাপোল স্থলবন্দর দিয়ে আমদানি-রপ্তানি বন্ধ থাকলেও ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে দুইদেশের পাসপোর্টধারী যাত্রীদের যাতায়াত ছিল স্বাভাবিক।
বেনাপোল কাস্টমস হাউসের ডেপুটি কমিশনার রাবন্দ্র সিংহা জানান, নির্বাচন উপলক্ষে বেনাপোল স্থলবন্দর দিয়ে দু দেশের মধ্যে আমদানি-রপ্তানি বন্ধ ছিল। তবে বন্দরে যে সকল ভারতীয় খালি ট্রাক আটকা ছিল সে গুলো ভারতে ফিরে যেতে অর্ধ দিবস খোলা ছিল কাস্টমস কার্গো শাখা।