মঙ্গলবার ২৬ নভেম্বর ২০২৪ ১১ অগ্রহায়ণ ১৪৩১
 

২০১ রানের বড় হার বাংলাদেশের    চলতি মাসেই ডেঙ্গুতে মৃত্যু দেড়শ ছাড়িয়েছে    অন্তর্বর্তী সরকার ব্যর্থ হলে আবারও অন্ধকারে নিমজ্জিত হবে দেশ: ফখরুল    অবিলম্বে চিন্ময় কৃষ্ণ দাসের মুক্তি চাইলেন ফরহাদ মজহার    সরকারের সঙ্গে একযোগে কাজ করতে হবে : শীর্ষ নির্বাহীদের প্রধান উপদেষ্টা    সমগ্র বিশ্বের শ্রেষ্ঠ দৃষ্টিনন্দন ১০ মসজিদ    ধৈর্য্য ধরুন, উসকানিতে সাড়া দেবেন না: উপদেষ্টা আসিফ   
নেতানিয়াহুকে ক্ষমতায় দেখতে চায় না ৬৪ শতাংশ ইসরাইলিরা
প্রকাশ: সোমবার, ৮ জানুয়ারি, ২০২৪, ২:২১ অপরাহ্ন

ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সরকার সাম্প্রতিক মাসগুলোতে বিশেষ করে ৭ অক্টোবরের হামলা ঠেকাতে এবং এর পরবর্তী গাজা যুদ্ধ পরিচালনায় চরমভাবে ব্যর্থতার জন্য গ্রহণযোগ্যতা হারিয়েছে। সেই সঙ্গে তার জনপ্রিয়তা এখন তলানিতে ঠেকেছে। এমনটি দাবি করে বিক্ষোভ করছে শত শত মানুষ। 

এদিকে, ইসরায়েলি পাবলিক ব্রডকাস্টিং করপোরেশনের জরিপে উঠে এসেছে, ৬৪ শতাংশ ইসরায়েলি বিশ্বাস করে যে, গত তিন মাসের যুদ্ধের পরে নেতানিয়াহুর গ্রহণযোগ্যতা ও সরকার পরিচালনার দক্ষতা তলানিতে ঠেকেছে। ইসরায়েলি বাহিনী এবং গাজার শাসকগোষ্ঠী হামাসের মধ্যে সংঘাত চলছে টানা ৯১ দিন। তারা জানান, গাজা সংঘাতে নেতানিয়াহু তার দায়িত্ব ঠিকভাবে পালন করতে ব্যর্থ হয়েছেন।

এ সময়ে পরিচালিত অপর একটি জরিপে দেখা গেছে, ৪৬ শতাংশ মানুষ মনে করে যে, ন্যাশনাল ইউনিটি পার্টির নেতা এবং সাবেক প্রতিরক্ষামন্ত্রী বেনি গান্তোজ সরকার পরিচালনার ক্ষেত্রে নেতানিয়াহুর চেয়ে বেশি যোগ্য। তবে ২৫ শতাংশ মানুষ এখনও নেতানিয়াহুর উপর আস্থা রেখেছেন। জরিপ বলা হয়, এখন যদি ইসরায়েলে নির্বাচন অনুষ্ঠিত হয় তবে গান্তোজের দল ৩৩ আসনে জয়ী হবে এবং নেতানিয়াহুর লিকুদ পার্টি জয়ী হবে মাত্র ২০ আসনে।

ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠন হামাসের সঙ্গে ইসরায়েলি বাহিনীর চলমান সংঘাতের মধ্যেই নিজ দেশে জনপ্রিয়তা হারাতে শুরু করেন বেনিয়ামিন নেতানিয়াহু। 

এর আগে, গত বছর ২৩ জুলাই ইসরায়েলে বিচারব্যবস্থা সংস্কারের বিতর্কিত বিল নিয়ে গণবিক্ষোভের মধ্যেই পার্লামেন্টে তা পাস হওয়ার পর প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর কট্টর-ডানপন্থি সরকারের বিরুদ্ধে ভয়াবহ বিক্ষোভ হয়। সেই সময় ২৪ ঘণ্টার ধর্মঘটে নামে দেশটির চিকিৎসকরা। 

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো. আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172. বাণিজ্যিক বিভাগ : +8801868-173008, E-mail: dailyjobabdihi@gmail.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft