বৃহস্পতিবার ২৪ অক্টোবর ২০২৪ ৮ কার্তিক ১৪৩১
 

বিসিএসে সর্বোচ্চ ৩ বার অংশ নেয়া যাবে না    ঘূর্ণিঝড় দানার প্রভাবে ১৪ জেলায় জলোচ্ছ্বাসের শঙ্কা    ব্যাংকগুলোর সম্পদ মূল্যায়নের কাজ শুরু হবে নভেম্বরে: গভর্নর    গ্যাটকো দুর্নীতি মামলায় খালেদা জিয়াসহ তিনজনকে অব্যাহতি    সরকারি চাকরিতে প্রবেশের বয়সসীমা ৩২ বছর করা হয়েছে    দেশের অধিকাংশ জায়গায় টানা বৃষ্টি হতে পারে    ছাত্রলীগকে নিষিদ্ধ ঘোষণা করল সরকার   
রিয়ালে যাচ্ছেন ফরাসি ফরোয়ার্ড এমবাপে
প্রকাশ: সোমবার, ৮ জানুয়ারি, ২০২৪, ২:১৬ অপরাহ্ন

অবশেষে সব জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে রিয়াল মাদ্রিদের সঙ্গে চুক্তি করতে যাচ্ছেন ফরাসি তারকা কিলিয়ান এমবাপে।

এক প্রতিবেদনে ম্যারাকাটো জানিয়েছে, এমবাপে স্প্যানিশ ক্লাব রিয়াল মাদ্রিদের সঙ্গে চুক্তি প্রায় চূড়ান্ত করে ফেলেছেন। যদিও এর আগে যুক্তরাজ্যের গণমাধ্যম দ্য টাইমস এক প্রতিবেদনে জানিয়েছে, ইংলিশ প্রিমিয়ার লিগের কোনো একটি ক্লাবের সঙ্গেই চুক্তি করবেন এমবাপে। একই সাথে তারা এটিও জানিয়েছে, এমবাপের সঙ্গে এর আগে করতে চেয়েছে রিয়াল। তবে স্পেনের জায়ান্ট ক্লাবটির সেই চেষ্টা ব্যর্থ হয়েছে।

এর আগে ২০২২ সালেও একবার রিয়ালের সঙ্গে চুক্তি প্রায় চূড়ান্ত করে ফেলেছিলেন এমবাপে। সেখান থেকে হঠাৎ ইউ-টার্ন নিলেন বিশ্বকাপজয়ী এই তারকা। মোটা অংকের অর্থের বিনিময়ে নিজ দেশের ক্লাব পিএসজির সঙ্গে চুক্তিবদ্ধ হন তিনি। সে সময়ের করা পিএসজির সঙ্গে ২ বছরের চুক্তি শেষ হচ্ছে চলতি মৌসুমের গ্রীষ্মে এসে। এবার যদি পিএসজির সঙ্গে মেয়াদ না বাড়ান এমবাপে, তাহলে আগামী গ্রীষ্ম থেকে ফ্রি-এজেন্ট হয়ে যাবেন তিনি।

এমবাপে পিএসজির সঙ্গে আর চুক্তির মেয়াদ বাড়াতে চান না, এমন গুঞ্জন উঠেছে গণমাধ্যমে। এখনো পিএসজিতে না থাকার বিষয়ে আনুষ্ঠানিকভাবে কিছু জানাননি ২৫ বছর বয়সী এই ফরাসী তারকা।

তবে সামনের কয়েক মাসের মধ্যেই নিজের নতুন ঠিকানায় যাবেন এমবাপে। কোন ক্লাবকে তিনি চূড়ান্ত করেন সেটি দেখতে এখন শুধু সময়ের অপেক্ষা। তবে গতিদানবকে দলে ভেড়াতে প্রতিযোগিতায় আছে ইংলিশ প্রিমিয়ার লিগের ক্লাব লিভারপুলও। যদিও এখনো পর্যন্ত নিজের দল পিএসজির খেলাতেই মনোযোগ এমবাপের। দুর্দান্ত পারফর্ম করে পিএসজিকে লিগ-১-এর শীর্ষে তুলে রেখেছেন তিনি। একইসঙ্গে পৌঁছে দিয়েছেন চ্যাম্পিয়ন্স লিগের শেষ ১৬ তে।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো. আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172. বাণিজ্যিক বিভাগ : +8801868-173008, E-mail: dailyjobabdihi@gmail.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft