বুধবার ২৭ নভেম্বর ২০২৪ ১১ অগ্রহায়ণ ১৪৩১
 

ভারতের ভিত্তিহীন বিবৃতিতে ঘটনার ভুল উপস্থাপন হয়েছে: পররাষ্ট্র মন্ত্রণালয়    চিন্ময় দাসের গ্রেপ্তার নিয়ে বিকৃত তথ্য ছড়াচ্ছে ভারত: পররাষ্ট্র মন্ত্রণালয়    অভিযুক্তদের দ্রুত গ্রেপ্তার, বিচার নিশ্চিতের দাবি হাসনাত ও সারজিসের    চট্টগ্রামে আইনজীবী হত্যা প্রধান উপদেষ্টার নিন্দা, আইনি ব্যবস্থা নেওয়ার নির্দেশ    একদিনের ব্যবধানে সোনার দাম আরও কমলো    ২০১ রানের বড় হার বাংলাদেশের    চলতি মাসেই ডেঙ্গুতে মৃত্যু দেড়শ ছাড়িয়েছে   
মানিকগঞ্জে শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণ অনুষ্ঠিত হচ্ছে
মানিকগঞ্জ প্রতিনিধি:
প্রকাশ: রোববার, ৭ জানুয়ারি, ২০২৪, ১২:০৯ অপরাহ্ন
সর্বশেষ আপডেট: রোববার, ৭ জানুয়ারি, ২০২৪, ১:১০ অপরাহ্ন

আজ রবিবার সকাল থেকেই মানিকগঞ্জের ৭ উপজেলায় ৩ আসনে দ্বাদশ জাতীয় সংসদ  নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে।

মানিকগঞ্জ সদর ও সাটুরিয়া ৩ আসনে ঢিলেঢালা ভাবে ভোট গ্রহণ চলছে অপরদিকে মানিকগঞ্জ ঘিওর দৌলতপুর শিবালয় ১ আসন ও সিংগাইর হরিরামপুর ২ আসনে উৎসবমূখর ভাবে ভোট গ্রহণ চলছে।

জেলা নির্বাচন কমিশন কার্যালয়ের তথ্যানুসারে মানিকগঞ্জে তিনটি আসনের মোট ভোটার সংখ্যা ১২ লাখ ৬২ হাজার ৪৪৫ জন এর মধ্যে নারী ভোটার ৬ লাখ ২৯ হাজার ৫৩২ জন ও পুরুষ ভোটার ৬ লক্ষ ৩২হাজার ৯০৮ জন। এছাড়াও ৩ টি আসনে মোট ভোটকেন্দ্র রয়েছে ৫১৬ টি। এর মধ্যে ঝুঁকিপূর্ণ কেন্দ্র রয়েছে২০১‌টি।

মানিকগঞ্জ ১ আসনে আওয়ামী লীগের সমর্থিত জাতীয় পার্টির মনোনীত প্রার্থী প্রেসিডিয়াম সদস্য মোঃ জহিরুল আলম রুবেল ও স্বতন্ত্র প্রার্থী সালাউদ্দিন মাহমুদ জাহিদ এবং বি এন এম এর মনোনীত প্রার্থী মোনা‌য়েম হোসেন খানসহ মোট ৪ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন। 

মানিকগঞ্জ ২ আসনের আওয়ামী লীগের মনোনীত  প্রার্থী মমতাজ বেগম ও স্বতন্ত্র প্রার্থী ‌দেওয়ান জাহিদ আহ‌মেদ টুলু, স্বতন্ত্র প্রার্থী দেওয়ান শফিউল আরেফিন টুটুল, স্বতন্ত্র প্রার্থী মুশফিকুর রহমান খান হান্নানসহ মোট ১০ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন।

মানিকগঞ্জ ৩ আসনে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী জাহিদ মালেক স্বপন, গণফোরামের প্রার্থী মফিজুল ইসলাম খান কামাল ও বি এন এম এর প্রার্থী দেওয়ান আব্দুল খালেকসহ ৬ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন।

জেলা রিটার্নিং অফিসার রেহেনা আক্তার জানান, প্রতি কেন্দ্রে একজন প্রিজাইডিং কর্মকর্তাসহ সহকারি প্রিজাইডিং ও পোলিং কর্মকর্তারা ভোট নেওয়ার দায়িত্ব পালন করছেন। আইনশৃঙ্খলা রক্ষায় ৫ স্তরের নিরাপত্তা বলয়ে প্রতিটি কেন্দ্রে পুলিশ, আনসার সদসস্যের পাশাপাশি স্ট্রাইকিং ফোর্স হিসেবে র‍্যাব, বিজিবি ও নির্বাহী ম্যাজিস্ট্রেটরা দায়িত্ব পালন করছেন।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো. আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172. বাণিজ্যিক বিভাগ : +8801868-173008, E-mail: dailyjobabdihi@gmail.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft