আজ রবিবার সকাল থেকেই মানিকগঞ্জের ৭ উপজেলায় ৩ আসনে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে।
মানিকগঞ্জ সদর ও সাটুরিয়া ৩ আসনে ঢিলেঢালা ভাবে ভোট গ্রহণ চলছে অপরদিকে মানিকগঞ্জ ঘিওর দৌলতপুর শিবালয় ১ আসন ও সিংগাইর হরিরামপুর ২ আসনে উৎসবমূখর ভাবে ভোট গ্রহণ চলছে।
জেলা নির্বাচন কমিশন কার্যালয়ের তথ্যানুসারে মানিকগঞ্জে তিনটি আসনের মোট ভোটার সংখ্যা ১২ লাখ ৬২ হাজার ৪৪৫ জন এর মধ্যে নারী ভোটার ৬ লাখ ২৯ হাজার ৫৩২ জন ও পুরুষ ভোটার ৬ লক্ষ ৩২হাজার ৯০৮ জন। এছাড়াও ৩ টি আসনে মোট ভোটকেন্দ্র রয়েছে ৫১৬ টি। এর মধ্যে ঝুঁকিপূর্ণ কেন্দ্র রয়েছে২০১টি।
মানিকগঞ্জ ১ আসনে আওয়ামী লীগের সমর্থিত জাতীয় পার্টির মনোনীত প্রার্থী প্রেসিডিয়াম সদস্য মোঃ জহিরুল আলম রুবেল ও স্বতন্ত্র প্রার্থী সালাউদ্দিন মাহমুদ জাহিদ এবং বি এন এম এর মনোনীত প্রার্থী মোনায়েম হোসেন খানসহ মোট ৪ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন।
মানিকগঞ্জ ২ আসনের আওয়ামী লীগের মনোনীত প্রার্থী মমতাজ বেগম ও স্বতন্ত্র প্রার্থী দেওয়ান জাহিদ আহমেদ টুলু, স্বতন্ত্র প্রার্থী দেওয়ান শফিউল আরেফিন টুটুল, স্বতন্ত্র প্রার্থী মুশফিকুর রহমান খান হান্নানসহ মোট ১০ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন।
মানিকগঞ্জ ৩ আসনে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী জাহিদ মালেক স্বপন, গণফোরামের প্রার্থী মফিজুল ইসলাম খান কামাল ও বি এন এম এর প্রার্থী দেওয়ান আব্দুল খালেকসহ ৬ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন।
জেলা রিটার্নিং অফিসার রেহেনা আক্তার জানান, প্রতি কেন্দ্রে একজন প্রিজাইডিং কর্মকর্তাসহ সহকারি প্রিজাইডিং ও পোলিং কর্মকর্তারা ভোট নেওয়ার দায়িত্ব পালন করছেন। আইনশৃঙ্খলা রক্ষায় ৫ স্তরের নিরাপত্তা বলয়ে প্রতিটি কেন্দ্রে পুলিশ, আনসার সদসস্যের পাশাপাশি স্ট্রাইকিং ফোর্স হিসেবে র্যাব, বিজিবি ও নির্বাহী ম্যাজিস্ট্রেটরা দায়িত্ব পালন করছেন।