বৃহস্পতিবার ২৪ অক্টোবর ২০২৪ ৮ কার্তিক ১৪৩১
 

ডিবি হারুন ও তার স্ত্রীসহ ১২ জনকে দুদকে তলব    সচিবালয়ে ঢুকে বিক্ষোভ, ২৬ শিক্ষার্থী গ্রেপ্তার     ঢাকা থেকে ৫ রুটের নৌযান চলাচল বন্ধ ঘোষণা    বিসিএসে সর্বোচ্চ ৩ বার অংশ নেয়া যাবে     ঘূর্ণিঝড় দানার প্রভাবে ১৪ জেলায় জলোচ্ছ্বাসের শঙ্কা    ব্যাংকগুলোর সম্পদ মূল্যায়নের কাজ শুরু হবে নভেম্বরে: গভর্নর    গ্যাটকো দুর্নীতি মামলায় খালেদা জিয়াসহ তিনজনকে অব্যাহতি   
সংঘর্ষের জেরে ফরিদপুর-৩ আসনের এক কেন্দ্রের ভোটগ্রহণ স্থগিত
প্রকাশ: রোববার, ৭ জানুয়ারি, ২০২৪, ১১:৫৩ পূর্বাহ্ন

আজ রোববার সকাল ৮টা থেকে ফরিদপুরে শুরু হয়েছে ভোটগ্রহণ কার্যক্রম। তবে ভোট চলাকালে ফরিদপুর-৩ আসনের কানাইপুর স্কুল কেন্দ্রে আওয়ামী লীগ ও স্বতন্ত্র প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে আহত হয়েছেন তিনজন। 

আজ সকালের এ ঘটনায় ওই কেন্দ্রের ভোটগ্রহণ স্থগিত করা হয়েছে।

এর আগে নিজের পোলিং এজেন্টদের কেন্দ্র থেকে বের করে দেয়ার অভিযোগ করেছিলেন ফরিদপুর-৩ আসনের স্বতন্ত্র প্রার্থী এ কে আজাদ। সকালে হিতৈষী স্কুলকেন্দ্রে ভোট দিয়ে এমন অভিযোগ করেন তিনি। 

স্বতন্ত্র প্রার্থী এ কে আজাদ জানান, আলীপুরের কবিরবাগ স্কুলের ভোটকেন্দ্র থেকে ঈগল প্রতীকের পোলিং এজেন্টকে বের করে দেয় নৌকার সমর্থকরা। একই সময় কেন্দ্র দখলের চেষ্টা করে তারা। পরে আইনশৃঙ্খলা বাহিনীর সহযোগিতায় শুরু হয় ভোটগ্রহণ। নির্বাচন সুষ্ঠু হলে, বিজয়ী হবেন বলেও আশা প্রকাশ করেছেন এ কে আজাদ।

উল্লেখ্য, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ফরিদপুর-৩ আসন থেকে ৬ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। 

তারা হলেন- আওয়ামী লীগ মনোনীত শামীম হক (নৌকা), স্বতন্ত্র প্রার্থী ও এফবিসিসিআইয়ের সাবেক সভাপতি এ কে আজাদ (ঈগল), জাতীয় পার্টির এসএম ইয়াহিয়া (লাঙ্গল), বাংলাদেশ কংগ্রেসের এমএ মুঈদ হোসেন (ডাব), বাংলাদেশ সুপ্রিম পাটির দেলোয়ার হোসেন (একতারা) এবং জাতীয়তাবাদী আন্দোলনের গোলাম রাব্বানী খান (নোঙ্গর)।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো. আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172. বাণিজ্যিক বিভাগ : +8801868-173008, E-mail: dailyjobabdihi@gmail.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft