প্রকাশ: শুক্রবার, ৫ জানুয়ারি, ২০২৪, ৩:৫৩ অপরাহ্ন
ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে জানা যায়, সোমালিয়ার উপকূলে ১৫ ভারতীয় ক্রুসহ লাইবেরিয়ার পতাকাবাহী মালবাহী জাহাজ এমভি লিলা নরফোক ছিনতাই হয়েছে।
গতকাল বৃহস্পতিবার স্থানীয় সময় সন্ধ্যায় সোমালিয়ার উপকূলের কাছে আরব সাগরে ঘটনাটি ঘটে। ভারতের নৌবাহিনী ছিনতাই হওয়া জাহাজটির ওপর নজর রাখছে।
ভারতের সামরিক বাহিনীর কর্মকর্তারা জানান, ছিনতাই হওয়া জাহাজটির দিকে একটি যুদ্ধজাহাজ পাঠিয়েছে ভারতীয় নৌবাহিনী। আইএনএস চেন্নাই নামের এ যুদ্ধজাহাজটি পরিস্থিতি পর্যবেক্ষণ করবে ও ক্রুদের নিরাপত্তা নিশ্চিত করবে।
সামরিক কর্মকর্তারা জানান, পাঁচ থেকে ছয়জন অজ্ঞাত সশস্ত্র ব্যক্তি জাহাজটিতে ওঠে সেটি ছিনতাই করে। এ খবরটি ইউনাইটেড কিংডম মেরিটাইম ট্রেড অপারেশন্সের (ইউকেএমটিও) কাছে পাঠানো হয়। খবর পেয়ে ভারত মহাসাগরে মোতায়েন ভারতীয় নৌবাহিনী দ্রুত সাড়া দেয়।