প্রকাশ: মঙ্গলবার, ২৮ নভেম্বর, ২০২৩, ৭:৪৬ অপরাহ্ন
সরকারি ও বেসরকারি স্কুলের ২০২৪ সেশনে লটারিতে ভর্তি কার্যক্রম শুরু হচ্ছে। আজ মঙ্গলবার মাধ্যমিক বিদ্যালয়ে প্রথম শ্রেণি থেকে নবম শ্রেণি পর্যন্ত শূন্য আসনের বিপরীতে ডিজিটাল লটারির মাধ্যমে শিক্ষার্থী নির্বাচনপ্রক্রিয়া উদ্বোধন করেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। এবার প্রথম থেকে নবম শ্রেণিতে সহোদর কোটা যোগ করা হয়েছে।
এদিকে লটারিতে যেসব শিক্ষার্থী স্কুল পেয়েছে তাদের ৫ দিনের মধ্যে ভর্তি হতে হবে বলে জানিয়েছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদফতর। এরপর শূন্য আসনের অপেক্ষমাণ তালিকা থেকে ভর্তি শুরু হবে।
আগামীকাল বুধবার বিকেলে মাউশির উপ-পরিচালক (মাধ্যমিক) ও ঢাকা মহানগরী ভর্তি কমিটির সদস্য সচিব মোহাম্মদ আজিজ উদ্দিন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ নির্দেশনা দেয়া হয়।
নির্দেশনায় বলা হয়, লটারিতে প্রথম ধাপে স্কুলে ভর্তির জন্য নির্বাচিত শিক্ষার্থীদের আগামী ৫ দিনের মধ্যে ভর্তি হতে হবে।
ডিজিটাল লটারিতে নির্বাচিত শিক্ষার্থীদের ফলাফল তালিকা (অপেক্ষমাণ তালিকাসহ) সংশ্লিষ্ট শিক্ষাপ্রতিষ্ঠানে পাঠিয়ে দেয়া হয়েছে। প্রথম তালিকা অনুযায়ী- আগামী পাঁচ কর্মদিবসের মধ্যে ভর্তি সম্পন্ন করতে হবে। এরপর আসন শূন্য থাকা সাপেক্ষে অপেক্ষমাণ তালিকা থেকে ভর্তি শুরু হবে।
বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, প্রথম তালিকা থেকে ভর্তির পরবর্তী ৪ কর্মদিবস প্রথম অপেক্ষমাণ তালিকা থেকে ভর্তি করা হবে। তারপরের তিন দিনে দ্বিতীয় অপেক্ষমাণ তালিকা থেকে ভর্তি সম্পন্ন করতে হবে।
কেন্দ্রীয় ডিজিটাল লটারির আওতাভুক্ত সরকারি ও বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধানদের লিংকে প্রবেশ করে প্রতিষ্ঠানের ইউজার আইডি ও পাসওয়ার্ড দিয়ে লগইন করে ডাউনলোড অপশনে ক্লিক করতে হবে। এরপর ওই প্রতিষ্ঠানে কারা আবেদন করেছিল, সে তালিকা পাওয়া যাবে।
ভর্তির জন্য যেসব কাগজপত্র লাগবে: নির্বাচিত শিক্ষার্থীদের কাগজপত্র যাচাইকালীন শিক্ষার্থীর জন্মসনদের মূল কপি, জন্মসনদের অনলাইন কপি (প্রযোজ্য ক্ষেত্রে অনলাইনে যাচাই করতে হবে)। পিতামাতার জাতীয় পরিচয়পত্রের (এনআইডি) মূল কপি ভালো করে দেখতে হবে।