রোববার ১২ জানুয়ারি ২০২৫ ২৭ পৌষ ১৪৩১
 

সহকারী কমিশনার হলেন ২৬৭ কর্মকর্তা    আন্তর্জাতিক ক্রিকেটে সাকিবের বোলিং নিষিদ্ধ    বিশ্ববাজারে স্বর্ণের দাম বেড়েছে    টাকা পাচারকারীরা এখনো প্রোপাগান্ডা ছড়াচ্ছে: শফিকুল আলম    যেসব জেলায় শৈত্যপ্রবাহ প্রশমিত হওয়ার আভাস    রোহিঙ্গা ভোটার ঠেকাতে কাল বৈঠকে বসছে ইসি    দেশ থেকে টাকা পাচার বন্ধ হয়েছে: গভর্নর   
বছরের প্রথম এল ক্লাসিকো কাল
অনলাইন ডেস্ক
প্রকাশ: শনিবার, ১১ জানুয়ারি, ২০২৫, ৭:১৮ অপরাহ্ন

স্প্যানিশ সুপার কাপের ফাইনালে দেখা মিলছে বছরের প্রথম এল ক্লাসিকোর। সৌদি আরবের জেদ্দায় মরুর বুকে আগামীকাল রবিবার (১২ জানুয়ারি) মুখোমুখি হবে দুই জায়ান্ট বার্সেলোনা ও রিয়াল মাদ্রিদ।

প্রথম সেমিফাইনালে অ্যাথলেটিক বিলবাওকে হারিয়ে ফাইনালে জায়গা করে নিয়েছিলো বার্সেলোনা। তখনই তৈরি হয়েছিলো এল ক্লাসিকোর সম্ভাবনা। পরের সেমিতে মায়োর্কাকে হারিয়ে রিয়াল মাদ্রিদও পৌঁছে যায় শিরোপা নির্ধারনী মঞ্চে। আর তাতেই নিশ্চিত হয়ে যায় ক্লাব বছরের প্রথম এল ক্লাসিকোর। 

ধ্রুপদি ও রোমাঞ্চকর এই ম্যাচের দিকে তাকিয়ে দুনিয়ার ফুটবল ভক্তরা। ক্লাব ফুটবল সবচেয়ে জনপ্রিয় এল ক্লাসিকো'র ম্যাচে জমজমাট লড়াই হয় স্প্যানিশ দুই চির প্রতিদ্বন্দ্বীর। জেদ্দার কিং আবদুল্লাহ স্টেডিয়ামে মর্যাদার লড়াইয়ে কে জিতবে তা নিয়ে দর্শক, সমর্থকদের বিতর্ক এখন তুঙ্গে। এবার টানা তৃতীয়বার সুপার কাপের ফাইনালে খেলবে বার্সেলোনা ও রিয়াল মাদ্রিদ।

সাম্প্রতিক সময়ে এল ক্লাসিকোয় রিয়াল-বার্সেলোনার লড়াইকে স্মরণ করিয়ে আনচেলত্তি বলেন, “ক্লাসিকো ইদানীং অনেকটাই অপ্রত্যাশিত হয়ে গেছে। গত বছর সুপার কাপে আমরা সহজে ৪-১ ব্যবধানে জিতেছিলাম। আবার বার্সেলোনার মাঠে আমরা দু'বার ৪-০ ব্যবধানে জিতেছি, কিন্তু তারা আমাদের বের্নাবেউতে ৪-০ গোলে হারিয়েছে।” 

কী ধরনের ম্যাচ হতে পারে তা বলা কঠিন। তবে এটা উপভোগ্য হবে, কারণ মাঠে অনেক মানসম্পন্ন খেলোয়াড় থাকবে। আমাদের লক্ষ্য থাকবে স্পষ্টতই বার্সেলোনার চেয়ে ভালো খেলা।”

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো. আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172. বাণিজ্যিক বিভাগ : +8801868-173008, E-mail: jobabdihimedia@gmail.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft