মঙ্গলবার ২৬ নভেম্বর ২০২৪ ১১ অগ্রহায়ণ ১৪৩১
 

চলতি মাসেই ডেঙ্গুতে মৃত্যু দেড়শ ছাড়িয়েছে    অন্তর্বর্তী সরকার ব্যর্থ হলে আবারও অন্ধকারে নিমজ্জিত হবে দেশ: ফখরুল    অবিলম্বে চিন্ময় কৃষ্ণ দাসের মুক্তি চাইলেন ফরহাদ মজহার    সরকারের সঙ্গে একযোগে কাজ করতে হবে : শীর্ষ নির্বাহীদের প্রধান উপদেষ্টা    সমগ্র বিশ্বের শ্রেষ্ঠ দৃষ্টিনন্দন ১০ মসজিদ    ধৈর্য্য ধরুন, উসকানিতে সাড়া দেবেন না: উপদেষ্টা আসিফ    অরক্ষিত রেল ক্রসিংয়ে অটোরিকশায় ট্রেনের ধাক্কা : নিহত ৭   
দিনাজপুরে ট্রেন দুর্ঘটনা থেকে রক্ষা পেলেন শতাধিক যাত্রী
দিনাজপুর প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ১৮ নভেম্বর, ২০২৪, ৪:৩৭ অপরাহ্ন

দিনাজপুর রেলওয়ে স্টেশনে আন্তঃনগর ট্রেন ও একটি মালবাহী ট্রেনের মধ্যে ৭ মিনিটের ব্যবধানে সম্ভাব্য মুখোমুখি সংঘর্ষ থেকে অল্পের জন্য রক্ষা পেয়েছে শতাধিক যাত্রী।

গতকাল রবিবার রাত ৮.২৬ মিনিট সময়ে, নিয়ম ভঙ্গ করে আন্তঃনগর একতা এক্সপ্রেস (৭০৬) দিনাজপুর স্টেশন থেকে পঞ্চগড়ের উদ্দেশ্যে রওনা দিলে এই ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, নিয়ম অনুযায়ী আন্তঃনগর ট্রেনের গার্ডের কাছে লাইন ক্লিয়ারেন্স পেপার হস্তান্তরের কথা থাকলেও তা ছাড়াই ট্রেনটি স্টেশন ত্যাগ করে। বিপরীত দিক থেকে একটি মালবাহী ট্রেন দিনাজপুর অভিমুখে আসছিল। স্টেশন মাস্টার ফারহানা ইয়াসমিন জলি তৎক্ষণাৎ পতাকা হাতে ছুটে গিয়ে আন্তঃনগর ট্রেনটি থামান। ততক্ষণে ট্রেনটি ষষ্ঠীতলা রেল গেট এলাকায় পৌঁছে গিয়েছিল। মাত্র ৭ মিনিট পর মালবাহী ট্রেনটি ষষ্ঠীতলা অতিক্রম করে। এই ঘটনা যাত্রীদের মধ্যে ব্যাপক আতঙ্ক সৃষ্টি করে। এক যাত্রী বলেন, আমরা অল্পের জন্য প্রাণে রক্ষা পেয়েছি। ভাবতেই গায়ে কাঁটা দিচ্ছে।

ঘটনার পর স্টেশন মাস্টার ফারহানা ইয়াসমিন জলি শারীরিকভাবে অসুস্থ হয়ে পড়েন। তিনি বলেন, ঘটনা সামলাতে গিয়ে আমি খুবই দুর্বল বোধ করছি এবং এখনও আতঙ্ক কাটিয়ে উঠতে পারিনি।

অতিরিক্ত দায়িত্বে থাকা রেলওয়ে সুপারিন্টেনডেন্ট এবিএম জিয়াউর রহমান ইঞ্জিনচালক মো. মোতালেব ও গার্ড মো. তৌফিকের নাম নিশ্চিত করেন। তবে কেন নিয়ম ভঙ্গ করে ট্রেনটি স্টেশন ত্যাগ করল, তা নিয়ে কোনো সুনির্দিষ্ট ব্যাখ্যা পাওয়া যায়নি।

এ ঘটনায় রেলওয়ে কর্তৃপক্ষের দায়িত্ব পালনে বড় গাফিলতির অভিযোগ উঠেছে। যাত্রীরা এমন অব্যবস্থাপনার জন্য ক্ষোভ প্রকাশ করেছেন এবং দোষীদের দ্রুত শাস্তি দাবি করেছেন।

স্থানীয়রা জানান, রেল যোগাযোগে এ ধরনের নিয়মভঙ্গ বারবার হলে বড় দুর্ঘটনার ঝুঁকি থেকে যাবে। তারা এ ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত করে দোষীদের শাস্তির আওতায় আনার আহ্বান জানান।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো. আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172. বাণিজ্যিক বিভাগ : +8801868-173008, E-mail: dailyjobabdihi@gmail.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft