প্রকাশ: সোমবার, ১৮ নভেম্বর, ২০২৪, ৩:৫৪ অপরাহ্ন
সর্বশেষ আপডেট: সোমবার, ১৮ নভেম্বর, ২০২৪, ৪:২৪ অপরাহ্ন
গাজীপুরে বকেয়া বেতনের দাবিতে সড়ক অবরোধ করেছেন বেক্সিমকো ইন্ডাস্ট্রিয়াল পার্ক ও ডরিন গার্মেন্টসের শ্রমিকরা।
আজ সোমবার (১৮ নভেম্বর) সকাল ৮টা থেকে নগরীর চক্রবর্তী এলাকায় চন্দ্রা-নবীনগর মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেন তারা।
এতে চরম ভোগান্তিতে পড়েছে যাত্রীরা।
এদিন এক পর্যায়ে বিক্ষুব্ধ শ্রমিকরা বিভিন্ন কারখানার হামলা চালিয়ে অন্য শ্রমিকদের বের করতে যায়। এসময় কারখানার শ্রমিকদের বের করে না দেয়ায় আল আমিনের মালিকানাধীন একটি পোশাক কারখানায় আগুন দেয়।
এ বিষয়ে বিষয়ে গাজীপুর শিল্পাঞ্চলের পুলিশ জানায়, আজও বেক্সিমকো ইন্ডাস্ট্রিয়াল পার্কের শ্রমিকরা সড়ক অবরোধ করেছে। তাদের সঙ্গে ডরিন গার্মেন্টসের শ্রমিকরাও বেতনের দাবি তুলে সড়কে অবস্থান করছে।
শিল্প পুলিশের দাবি, শ্রমিকদের বুঝিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা চলছে। তবে শ্রমিকরা বলছে, বকেয়া বেতন পাওয়ার আশ্বাস না পেলে তারা মহাসড়ক ছেড়ে যাবে না।
এর আগে গত ১৭ নভেম্বর ও ১৬ নভেম্বর একই দাবিতে মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করে শ্রমিকরা।