প্রকাশ: বৃহস্পতিবার, ১৪ নভেম্বর, ২০২৪, ৯:২৬ অপরাহ্ন
পাকিস্তানের উত্তর-পশ্চিম অঞ্চলে তালেবানদের সাবেক শক্ত ঘাঁটির একটি বাড়িতে শক্তিশালী বোমা বিস্ফোরণে অন্তত সাতজন নিহত হয়েছেন।
এদের মধ্যে অন্তত দুই শিশু এবং পাঁচজন সন্দেহভাজন জঙ্গি রয়েছে বলে জানিয়েছে দেশটির পুলিশ।
স্থানীয় পুলিশ কর্মকর্তা ইরফান খান বলেন, খাইবার পাখতুনখাওয়া প্রদেশের মীর আলি শহরে বৃহস্পতিবার (১৪ নভেম্বর) ভোরের আগে বিস্ফোরণটি ঘটে। তখন কমান্ডার রসুল জান নামে পরিচিত একজন জঙ্গি তার বাড়িতে একটি গাড়িতে বোমা ফিট করছিল। পরে পাকিস্তানি তালেবানরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে নিহত বিদ্রোহীদের মৃতদেহ সরিয়ে নেয়।
এদিকে কর্তৃপক্ষ বিস্ফোরণের প্রভাবে ধসে পড়া বাড়ির ধ্বংসস্তূপ থেকে দুই শিশুর মৃতদেহ উদ্ধার করে। এই বিস্ফোরণের ফলে আশেপাশের বেশ কয়েকটি বাড়িও মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। এ ঘটনায় মহিলাসহ অন্তত ১৪ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। তবে তাদের বিষয়ে বিস্তারিত কোনো তথ্য প্রদান করেনি পুলিশ।
ইরফান খান বলেন, মনে করা হচ্ছে গাড়ি বোমাটি ওই অঞ্চলে হামলায় ব্যবহার করার জন্য প্রস্তুত করা হচ্ছিল। যেখানে পাকিস্তানি তালেবান এবং অন্যান্য বিদ্রোহীরা প্রায়ই অ্যাসল্ট রাইফেল, রকেট, গ্রেনেড এবং আত্মঘাতী গাড়ি বোমা হামলার মাধ্যমে নিরাপত্তা বাহিনীকে লক্ষ্য করে।
অন্যদিকে বৃহস্পতিবার প্রদেশের চরসাদ্দা জেলার একটি রাস্তায় মোটরসাইকেলে চড়ে একজন আত্মঘাতী বোমা হামলাকারী বিস্ফোরণ ঘটায়। এতে তার মৃত্যু হলেও অন্য কেউ হতাহত হয়নি। স্থানীয় পুলিশ কর্মকর্তা মাসুদ খান বলেছেন যে লক্ষ্যবস্তুটি অস্পষ্ট ছিল। বোমা নিষ্ক্রিয়করণ বিশেষজ্ঞরা এবং পুলিশ এখনও তদন্ত করছে যে, লোকটি বিস্ফোরক পরে ছিল, নাকি সেগুলো মোটরসাইকেলের সঙ্গে রাখা ছিল।