প্রকাশ: বৃহস্পতিবার, ১৪ নভেম্বর, ২০২৪, ৯:২২ অপরাহ্ন
সিলেটের গোয়াইনঘাট উপজেলার হাতিরপাড়া-হাকুর বাজার সড়কে জনতার সহায়তায় ভারতীয় চিনি ভর্তি দুটি ডিআই পিক-আপ আটক করেছেন গোয়াইনঘাট উপজেলা নির্বাহী অফিসার মো. তৌহিদুল ইসলাম।
আজ বৃহস্পতিবার (১৪ নভেম্বর) সন্ধ্যায় উপজেলার পশ্চিম আলীরগাঁও ও ডৌবাড়ী ইউনিয়নের সীমান্তে হাকুর বাজারগামী মর্জাতপুর এলাকার পাকা রাস্তা থেকে চিনি ভর্তি গাড়ি আটক করা হয়েছে।
জানা গেছে, উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মো. তৌহিদুল ইসলামের উপস্থিতি টের পেয়ে গাড়ি রেখে হাওর-জঙ্গল দিয়ে দৌড়ে পালিয়ে যান চোরাচালানকারীরা। গাড়ি দুটিতে চিনি রয়েছে ১২০ বস্তা। ঘটনাস্থলে থাকা আটক মালামাল জব্দ করেন গোয়াইনঘাট থানার এসআই জাহিদ।
এ ব্যাপারে উপজেলা নির্বাহী অফিসার মো. তৌহিদুল ইসলাম বলেন, মর্জাতপুর ও যাত্রাবা গ্রামের মধ্যবর্তী সড়কের পাশে জনতার সহায়তায় অভিযান চলছে। চোরাচালানের বিষয়ে নিয়মিত আইনে মামলা রুজু করা হয়েছে।