প্রকাশ: বৃহস্পতিবার, ১৪ নভেম্বর, ২০২৪, ৬:০৬ অপরাহ্ন
জাতিসংঘের বিশেষ কমিটি গাজায় ইসরায়েলের যুদ্ধের পদ্ধতিকে 'গণহত্যার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ' বলে মনে করে। ইসরায়েলি আচরণ তদন্তের জন্য জাতিসংঘের বিশেষ কমিটি এ সংক্রান্ত একটি প্রতিবেদন প্রকাশ করেছে।
কমিটি মনে করে, গাজায় ফিলিস্তিনিদের উপর গণ-বেসামরিক হতাহত এবং জীবন-হুমকির পরিস্থিতি 'ইচ্ছাকৃতভাবে আরোপ' করেছে ইসরায়েলি সেনাবাহিনী।
কমিটি এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলেছে, যুদ্ধ শুরু হওয়ার পর থেকে ইসরায়েলি কর্মকর্তারা প্রকাশ্যে এমন নীতি সমর্থন করে আসছেন- যার ফলে ফিলিস্তিনিরা জীবনধারণের জন্য প্রয়োজনীয় খাদ্য, পানি ও জ্বালানির মতো অতি প্রয়োজনীয় জিনিসগুলো থেকে বঞ্চিত হচ্ছে।
প্রতিবেদনের অনুসন্ধানগুলোর মধ্যে রয়েছে- ইসরায়েল ইচ্ছাকৃতভাবে মানবিক সহায়তার পথ বন্ধ করে দেয়, অনাহারকে যুদ্ধের অস্ত্র হিসাবে ব্যবহার করে এবং বেসামরিক হতাহতের ক্ষেত্রে অসতর্ক।