মঙ্গলবার ২৬ নভেম্বর ২০২৪ ১১ অগ্রহায়ণ ১৪৩১
 

চলতি মাসেই ডেঙ্গুতে মৃত্যু দেড়শ ছাড়িয়েছে    অন্তর্বর্তী সরকার ব্যর্থ হলে আবারও অন্ধকারে নিমজ্জিত হবে দেশ: ফখরুল    অবিলম্বে চিন্ময় কৃষ্ণ দাসের মুক্তি চাইলেন ফরহাদ মজহার    সরকারের সঙ্গে একযোগে কাজ করতে হবে : শীর্ষ নির্বাহীদের প্রধান উপদেষ্টা    সমগ্র বিশ্বের শ্রেষ্ঠ দৃষ্টিনন্দন ১০ মসজিদ    ধৈর্য্য ধরুন, উসকানিতে সাড়া দেবেন না: উপদেষ্টা আসিফ    অরক্ষিত রেল ক্রসিংয়ে অটোরিকশায় ট্রেনের ধাক্কা : নিহত ৭   
ফরিদপুরে ক্রেতা সাধারণের আস্থার প্রতীক হয়ে উঠেছে জনতার বাজার
ফরিদপুর প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ১৩ নভেম্বর, ২০২৪, ৬:৩৪ অপরাহ্ন

ফরিদপুরে সব ধরনের ক্রেতাদের আস্থার প্রতীক ‌ হয়ে উঠেছে জনতার বাজার। শনিবার ও বুধবার সপ্তাহে এই বাজার বসছে। এবং আস্তে আস্তে তা জমে উঠেছে। শহরের ঝিলটুলীতে অবস্থিত স্পিং হিল হাসপাতালের পাশে অস্থায়ী এই জনতার বাজার কে  বাজারকে কেন্দ্র করে সকাল থেকেই ‌ জমে উঠে বেচাকেনা।

আজ সকালে খোঁজ নিয়ে দেখা গেছে ‌ মধ্যবিত্ত নিম্ন মধ্যবিত্ত শ্রেণি ছাড়াও সব ধরনের লোকজনই এখানে ভিড় করছেন। মূলত বিভিন্ন শাকসবজি এবং তরিতরকারি কিছুটা কম দামে পাবার আশায় ছুটে আসেন এখানে। তাছাড়া এখানকার পণ্যগুলো সরাসরি কৃষকের কাছ থেকেই সংগ্রহ করা হয় বলে জানা গেছে।

এ ব্যাপারে বেশ কয়েকজন ক্রেতা জানান এখানে প্রতি শনিবার ও বুধবার জনতার বাজার বসে। আর সেখান থেকে সদাই করার উদ্দেশ্যে ‌ তারা এখানে  আসছেন।

বাজার থেকে কম মূল্যে এবং মানসম্মত পণ্য পাওয়া যায় এখানে। অন্যদিকে বাজারের আয়োজকরা জানান জনতার বাজার জনগণের প্রত্যাশা পূরণে এখন পর্যন্ত সফল হয়েছে। বেচাকেনা ভালো হওয়ায় তারাও অনেকটা আশাবাদী। ভবিষ্যতে এই বাজারটি ভালো করবে। এতে সাধারণ লোকের পয়সার সাশ্রয় হবে পাশাপাশি এখান থেকে মানসম্মত এবং তাজা শাকসবজি ক্রেতাদের হাতে তুলে দেয়াই তাদের প্রধান লক্ষ্য।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো. আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172. বাণিজ্যিক বিভাগ : +8801868-173008, E-mail: dailyjobabdihi@gmail.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft