প্রকাশ: সোমবার, ২৬ জানুয়ারি, ২০২৬, ৩:২৪ পিএম

জীবাশ্ম জ্বালানিকে না বলুন” ক্লিন এনার্জি টেকসই ভবিষ্যৎ গড়ার লক্ষ্যে খাগড়াছড়িতে আন্তর্জাতিক ক্লিন এনার্জি দিবস -২০২৬ উপলক্ষে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকালে খাগড়াছড়ি প্রেসক্লাবের সামনে সচেতন নাগরিক কমিটি (সনাক) ওটিআইবির উদ্যোগে মানববন্ধন অনুষ্টিত হয়। মানববন্ধনে অংশ নেন একটিভ সিটিজেন গ্রুপ (এসিজি), ইয়ুথ এনগেজমেন্ট অ্যান্ড সাপোর্ট ( ইয়েস) গ্রুপ সদস্য, নারী কল্যাণ সমিতি, জাবারাং এনজিও সহ বিভিন্ন এনজিও সদস্য ও সাধারণ শিক্ষার্থীরা।
মানববন্ধনে সচেতন নাগরিক কমিটির সদস্য ও স্বাস্থ্য কমিটির আহ্বায়ক সাংবাদিক মো. জহুরুল আলমের সভাপতিত্ব করেন। বক্তব্য রাখেন খাগড়াছড়ি প্রেসক্লাবের সভাপতি তরুণ কুমার ভট্টাচার্য, সনাক সদস্য অংসুই মারমা, তৃণমূল উন্নয়ন সংস্থা খাগড়াছড়ির নির্বাহী পরিচালক রিপন চাকমা, জাবারাং কল্যাণ সমিতির প্রোগ্রাম ডিরেক্টর বিনোদন ত্রিপুরা, ইয়েস নেতা মো. আরাফাত হোসেন রিজভী, টিআইবি এরিয়া কো-অর্ডিনেটর মোহাম্মদ নূরুল আলাল, টিআইবিও সদস্য তৃনা চাকমা আনন্দ কলেজের অধ্যক্ষ শ্যামল।
এ সময় বক্তারা বলেন, জীবাশ্ম জ্বালানি পরিবেশের জন্য খুবই ক্ষতিকর। দূষণমুক্ত ক্লিন এনার্জি টেকসই ভবিষ্যৎ গড়তে সবাইকে এক হয়ে কাজ করতে ও যেসব জ্বালানি পরিবেশের জন্য ক্ষতিকর সেসব দ্রব্য পরিহার করতে আহ্বান জানান।
জ/দি