এআই দিয়ে মিম বানানোর নতুন ফিচার আনল গুগল ফটোস
অনলাইন ডেস্ক
প্রকাশ: রোববার, ২৫ জানুয়ারি, ২০২৬, ১২:৫৯ পিএম

কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ব্যবহারের পরিধি আরও বিস্তৃত করতে গুগল ফটোস অ্যাপে নতুন মিম তৈরির ফিচার যুক্ত করেছে গুগল। ‘মি মিম’ নামের এই ফিচারের মাধ্যমে ব্যবহারকারীরা নিজেদের ছবি ব্যবহার করে এআই-চালিত ব্যক্তিগত মিম তৈরি করতে পারবেন।

গুগলের তথ্যমতে, ‘মি মিম’ একটি সহজ ও ব্যবহারবান্ধব টুল, যা দিয়ে ব্যবহারকারীরা নিজেদের ছবি থেকে সৃজনশীল মিম বানিয়ে বন্ধু ও পরিবারের সঙ্গে শেয়ার করতে পারবেন। এতে আগে থেকে দেওয়া বিভিন্ন মিম টেমপ্লেট ব্যবহার করার সুযোগ থাকছে। চাইলে নিজের পছন্দের মজার ছবি আপলোড করেও মিম তৈরি করা যাবে।

আরও পড়ুন : কিশোরদের জন্য এআই চরিত্রের ব্যবহার বন্ধ করছে মেটা

ফিচারটি এখনো সবার জন্য উন্মুক্ত করা হয়নি। গুগলের এক মুখপাত্র জানিয়েছেন, আগামী কয়েক সপ্তাহের মধ্যে ধাপে ধাপে অ্যান্ড্রয়েড ও আইওএস ব্যবহারকারীদের জন্য এটি চালু করা হবে। ফিচারটি চালু হলে গুগল ফটোস অ্যাপের নিচের দিকে থাকা ‘ক্রিয়েট’ অপশনে ট্যাপ করে ‘মি মিম’ নির্বাচন করলেই ব্যবহার করা যাবে। এরপর একটি টেমপ্লেট বেছে নিয়ে একটি রেফারেন্স ছবি যুক্ত করতে হবে। তৈরি হওয়া মিম পছন্দ না হলে তা আবার তৈরি করার (রিজেনারেট) সুবিধাও থাকছে।

গুগল জানিয়েছে, ভালো আলোতে তোলা পরিষ্কার ও সামনে থেকে তোলা পোর্ট্রেট ছবিতে এই ফিচারটি সবচেয়ে ভালো কাজ করে। তবে এটি এখনো পরীক্ষামূলক পর্যায়ে থাকায় তৈরি হওয়া ছবিগুলো সব সময় মূল ছবির সঙ্গে পুরোপুরি মিল নাও থাকতে পারে বলে সতর্ক করেছে প্রতিষ্ঠানটি।

আরও পড়ুন : শিশুদের সুরক্ষায় সেকেন্ডারি অ্যাকাউন্ট আনছে হোয়াটসঅ্যাপ

বিশ্লেষকদের মতে, সামাজিক যোগাযোগমাধ্যমে জনপ্রিয় মিম সংস্কৃতিকে কাজে লাগিয়ে গুগল ফটোসে এই ফিচার যুক্ত করা হয়েছে, যাতে ব্যবহারকারীরা দৈনন্দিন বিনোদনের পাশাপাশি এআই ব্যবহারে আরও আগ্রহী হয়ে ওঠেন।

জ/ই

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft