ঈদের বিশেষ নাটকে আলভী-সিনথিয়া জুটি
অনলাইন ডেস্ক
প্রকাশ: শনিবার, ২৪ জানুয়ারি, ২০২৬, ১০:১২ পিএম

ঈদকে সামনে রেখে দর্শকদের জন্য নির্মিত হচ্ছে বিশেষ নাটক ‘হেট ইউ বউ’। রোমান্টিক-কমেডি ঘরানার এই নাটকে প্রথমবারের মতো জুটি বেঁধেছেন জনপ্রিয় অভিনেতা জাহের আলভী এবং আদ্রিজা আফরিন সিনথিয়া। নতুন এই জুটিকে একসঙ্গে পর্দায় দেখার আগ্রহ ইতোমধ্যেই দর্শকমহলে তৈরি হয়েছে।

নাটকটির গল্প ও চিত্রনাট্য লিখেছেন অনামিকা মন্ডল। পরিচালনায় রয়েছেন নাজমুল রনি। চিত্রগ্রহণের দায়িত্বে আছেন শরীফ রানা। ঈদের বিশেষ বিনোদন হিসেবে নির্মিত এই নাটকে হাসি, ভালোবাসা এবং সম্পর্কের টানাপড়েন হালকা ও উপভোগ্য ভঙ্গিতে তুলে ধরা হবে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।

আরও পড়ুন : ফেলে আসা দিনের কথা বললেন বলিউডের রানী

নাটকটিতে সিনথিয়া অভিনয় করেছেন জাহের আলভীর গার্লফ্রেন্ডের চরিত্রে। কাজের অভিজ্ঞতা প্রসঙ্গে তিনি বলেন, জাহের আলভীর সঙ্গে কাজ করে তার দারুণ লেগেছে। তিনি একজন সহযোগিতাপূর্ণ ও প্রতিভাবান অভিনেতা। ঈদে দর্শক এই নাটক দেখে আনন্দ পাবেন বলেই তার বিশ্বাস।

অভিনয় ও মডেলিং নিয়ে নিজের ভাবনার কথাও জানান সিনথিয়া। তিনি আরও বলেন, এই পেশাকে তিনি অত্যন্ত শ্রদ্ধার সঙ্গে দেখেন এবং ভবিষ্যতে আরও ভালো কাজের মাধ্যমে দর্শকদের মন জয় করতে চান। একই সঙ্গে সবার দোয়া ও ভালোবাসা কামনা করেন তিনি।

সব মিলিয়ে নতুন জুটি, হালকা গল্প আর ঈদের আমেজে ‘হেট ইউ বউ’ নাটকটি দর্শকদের বিনোদনে নতুন মাত্রা যোগ করবে- এমনটাই প্রত্যাশা করছেন নাটকটির সঙ্গে সংশ্লিষ্টরা।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft